ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু আজ

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৪:৩৪:২৪

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু আজ

স্পোর্টস ডেস্ক: ইউরোপের ফুটবল প্রেমীদের জন্য নতুন চ্যাম্পিয়নস লিগ মৌসুমের শুরু মানে হচ্ছে উত্তেজনা আর প্রতিযোগিতার নতুন অধ্যায়। গত মাসে ঘরোয়া লিগগুলোতে খেলা শুরু করেছে ক্লাবগুলো, এবার তাদের নজর ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে। আজ (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ সালের চ্যাম্পিয়নস লিগ, যেখানে ক্লাবগুলো ইউরোপসেরার মুকুট জয়ের জন্য মাঠে নামবে।

প্রথম দিনেই খেলার মাঠে নামছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব মার্শেই-এর। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। একই সময়ে জুভেন্টাস খেলবে বরুশিয়া ডর্টমুন্ড-এর বিপক্ষে, আর টটেনহ্যাম আতিথ্য দেবে ভিয়ারিয়ালকে। এর আগে রাত পৌনে ১১টায় মাঠে নামবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল, প্রতিপক্ষ অ্যাথলেটিকো বিলবাও।

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতা দল। তবে গত মৌসুমে তারা কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছিল। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা। ইউরোপসেরার মুকুট জয়ের আশায় কিলিয়ান এমবাপ্পে গত মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন, যদিও শুরুতে তার খেলা আস্থা জাগাননি। তবে রিয়ালের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে ফিরেছেন জুড বেলিংহাম। এছাড়া প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ফেডরিকো ভালভার্দে এবং তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

যেমন রিয়াল, তেমনই গত আসরে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। এবার তারা ২০১৫ সালের পর প্রথমবার জুভেন্টাসের মুখোমুখি হচ্ছে। আগের ম্যাচে ৫-১ অ্যাগ্রিগেটে হারার পর এবার জার্মান ক্লাবের কোচ নিকো কোভাচ রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ম্যাচে খেলতে পারবেন না এমরি কান, নিকোলাস সুলে এবং নিকো শ্লোটারবেক।

অন্যদিকে জুভেন্টাস সিরি আ’তে ইন্টার মিলান-এর বিপক্ষে পাওয়া জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে মাঠে নামছে। তাদের স্কোয়াডে কোনো ইনজুরি সমস্যা নেই, তাই প্রথম ম্যাচে শতভাগ ফিট স্কোয়াড নিয়ে খেলতে পারবে তুরিনের ওল্ড লেডিরা।

সবমিলিয়ে, আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম, যেখানে প্রতিটি ম্যাচেই হতে যাচ্ছে রোমাঞ্চকর লড়াই এবং ইউরোপের সেরা ক্লাবের জন্য সোনা-মুকুট জয়ের লড়াই।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত