ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যান চলাচল স্বাভাবিক
.jpg)
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়েছে। ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিবেচনার দাবিতে তিনদিন ধরে চলা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে কোনো সড়ক অবরোধ দেখা যায়নি। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের সব ধরনের যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ তৎপরতা চালাচ্ছে এবং টহল জোরদার করা হয়েছে। তবে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কম এবং বাজারেও দোকানপাট পুরোপুরি খোলা হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় অনেকে রাতে নিজ বাড়িতে অবস্থান না করে আশপাশের বাড়িতে আছেন।
অবশ্য, আন্দোলনকারীরা শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত টানা তিন দিনের অবরোধ ঘোষণা করেছিলেন। সোমবার তাদের আন্দোলন সহিংস রূপ নিলে উপজেলা পরিষদ হল রুম, ইউএনও-নির্বাচন কার্যালয়, অফিসার্স ক্লাব এবং লোকাল ও হাইওয়ে থানাকে ঘেরাও করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রোববার সকাল থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথে অবরোধও চলেছিল।
প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেটের মাধ্যমে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করে। এতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এরপর থেকে ভাঙ্গা এলাকায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
বর্তমানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সড়কে টহল জোরদার করা হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত