ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপ: ওমানকে হারিয়ে আমিরাতের দুর্দান্ত জয়

২০২৫ সেপ্টেম্বর ১৬ ০০:০৮:৪৭

এশিয়া কাপ: ওমানকে হারিয়ে আমিরাতের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক: আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ওমানকে ৪২ রানে পরাজিত করে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখলো সংযুক্ত আরব আমিরাত। আলিশান শরাফু ও মোহাম্মদ ওয়াসিমের উজ্জ্বল ব্যাটিং নৈপুণ্যে ভর করে এই জয় ছিনিয়ে আনে আমিরাত।

প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে ওমান ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায়।

ধীরগতির ও নিচু বাউন্সের উইকেটে আলিশান শরাফু দ্রুত রান তোলার কৌশল গ্রহণ করেন। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ১২ বলে ছয়টি বাউন্ডারি মেরে ৫১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন, যা আমিরাতের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

অপর ওপেনার ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৬৯ রানের এক দারুণ ইনিংস উপহার দেন। এই ইনিংসের মাধ্যমে তিনি টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন, যেখানে তার আগে রয়েছেন কেবল মোহাম্মদ রিজওয়ান, বিরাট কোহলি ও বাবর আজম। ওয়াসিম স্বচ্ছন্দ না থাকলেও প্রয়োজনীয় সময়ে বড় শট খেলেন, বিশেষ করে পাওয়ার প্লেতে আমির কালিমকে তিনটি চার মেরে আক্রমণ করেন।

১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওমান শুরুতেই বিপর্যয়ে পড়ে। পাওয়ার প্লেতেই দলটি ৪ উইকেট হারিয়ে বসে। অধিনায়কসহ শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের চারজনই এক অঙ্কের ঘরে আউট হন। জিতেন্দ্র সিং কিছুটা প্রতিরোধের চেষ্টা করে ২০ রান করলেও তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি।

সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক বল হাতে অসাধারণ পারফর্মেন্স করেন। তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। হায়দার আলী ও মোহাম্মদ জাওয়াদুল্লাহ ২টি করে উইকেট নিয়ে ওমানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।

এই জয়ের ফলে ইউএই এশিয়া কাপে তাদের প্রথম জয় তুলে নিল, অন্যদিকে ফিল্ডিংয়ে একাধিক ভুলের কারণে ওমান ম্যাচ থেকে ছিটকে পড়ে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত