ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
জাতিসংঘে প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে আসন্ন নির্বাচনে বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিন ও সাইপ্রাসও প্রার্থী হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ মাসের শেষ দিকে নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশন চলাকালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে। প্রচারণায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য গুরুত্বপূর্ণ প্রতিনিধি অংশ নেবেন। আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেশে ও বিদেশে এ প্রচার কার্যক্রম চলবে। এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
কূটনৈতিক মহলের বিশ্লেষণ অনুযায়ী, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এবার নির্বাচনী লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এসেছে এবং জাতিসংঘে বিভিন্ন ভোটেও তাদের পক্ষে অবস্থান নিয়েছে।
তবে বাংলাদেশের ভেতরের রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের অভাব নির্বাচনে জয়লাভে বড় বাধা হতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী সরকারের গঠন এ প্রার্থিতার ফলাফলে প্রভাব ফেলতে পারে।
জাতিসংঘে প্রচলিত নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পালাক্রমে পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচিত হন। এবারের প্রতিদ্বন্দ্বিতা এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক উপস্থিতি এবং মনোনীত প্রার্থীর গ্রহণযোগ্যতা আমাদের এগিয়ে রাখবে। ফিলিস্তিন পরে প্রার্থীতা ঘোষণা করলেও বাংলাদেশ পাঁচ বছর আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। তাই আমাদের অবস্থান যথেষ্ট শক্তিশালী।”
উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় ৪০ বছর পর আবারও এই সম্মানজনক পদে লড়ছে বাংলাদেশ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক