ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২
জাতিসংঘে প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে আসন্ন নির্বাচনে বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিন ও সাইপ্রাসও প্রার্থী হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ মাসের শেষ দিকে নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশন চলাকালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে। প্রচারণায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য গুরুত্বপূর্ণ প্রতিনিধি অংশ নেবেন। আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেশে ও বিদেশে এ প্রচার কার্যক্রম চলবে। এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
কূটনৈতিক মহলের বিশ্লেষণ অনুযায়ী, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এবার নির্বাচনী লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এসেছে এবং জাতিসংঘে বিভিন্ন ভোটেও তাদের পক্ষে অবস্থান নিয়েছে।
তবে বাংলাদেশের ভেতরের রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের অভাব নির্বাচনে জয়লাভে বড় বাধা হতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী সরকারের গঠন এ প্রার্থিতার ফলাফলে প্রভাব ফেলতে পারে।
জাতিসংঘে প্রচলিত নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পালাক্রমে পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচিত হন। এবারের প্রতিদ্বন্দ্বিতা এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক উপস্থিতি এবং মনোনীত প্রার্থীর গ্রহণযোগ্যতা আমাদের এগিয়ে রাখবে। ফিলিস্তিন পরে প্রার্থীতা ঘোষণা করলেও বাংলাদেশ পাঁচ বছর আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। তাই আমাদের অবস্থান যথেষ্ট শক্তিশালী।”
উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় ৪০ বছর পর আবারও এই সম্মানজনক পদে লড়ছে বাংলাদেশ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত