ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
বিলুপ্ত হচ্ছে না বাগছাস, পুনর্গঠনের চিন্তা
 
                                    নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ায় সংগঠন পুনর্গঠনের কথা চিন্তা করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে বিলুপ্তের বিষয়টি সঠিক নয় বলে জানান তারা। ডাকসু নির্বাচনে হতাশাজনক ফল পায় বাগছাস সমর্থিত 'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেল। ডাকসুর ২৮টি পদের একটিতেও তারা জিততে পারেনি। এমনকি ভোটের হিসেবে ভিপি, জিএসের অবস্থান ছিল পঞ্চম স্থানে। অন্যদিকে জাকসুর ফলেও আসেনি প্রত্যাশিত সাফল্য। জাকসুতে মোটে ২টি পদে জয় লাভ করে বাগছাস সমর্থিত প্যানেল।
এমন ফলাফলের পর নড়েচড়ে বসেছেন সংগঠনটির নীতিনির্ধারকরা। সংগঠনের আমূল সংস্কারের কথা ভাবছেন। নাম পরিবর্তন, কর্মসূচির পুনর্মূল্যায়ন, নেতৃত্বে পরিবর্তন ও যাচাই-বাছাইসহ নানা পরিবর্তনের আলোচনা সামনে আসছে।
বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন,সংগঠন হিসেবে আমরা নবীন, আমাদের অভিজ্ঞতাও কম। মাত্র ছয়মাসের মাথায় ছাত্রসংসদ নির্বাচনগুলো সামাল দিতে হচ্ছে। ফলতঃ আমরা নিজেদের কিছু সাংগঠনিক দুর্বলতা, কাঠামোগত ভুল দেখতে পাচ্ছি। সেগুলোকে চিহ্নিত করে পুনর্গঠন ও কর্মসূচির পুনর্মূল্যায়ের কথা ভাবছি। নেতৃবৃন্দের মধ্যে সেই আলোচনা চলমান।
সংগঠন বিলুপ্তের বিষয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ বিলুপ্ত হবে - এমন কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। যদি হয়, তাহলে আমরাই জানাবো। এখন অবধি গণতান্ত্রিক ছাত্রসংসদ বিলুপ্তের কোনো আলোচনা নাই। গণমাধ্যমে যে বিষয়টি এসেছে সেটি ভুল। সেখানে শীর্ষ নেতৃবৃন্দের কারো সাথে এ ব্যাপারে কোনো কথা বলা হয়নি।
কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন বলেন, আমরা ডাকসুর আগে থেকেই সংগঠন রিফর্ম করা নিয়ে আলাপ চালাচ্ছি। কিভাবে কী করা যায় সেটা নিয়ে ভাবছি। মাঝখানে ডাকসু,জাকসু চলে আসায় সেই কাজ বন্ধ রাখা হয়েছিল। এখন আবার রাকসু, চকসুর আলাপ চলে। এরমধ্যেই রিফর্মেশন প্রসেস নিয়ে কাজ চলমান। আমাদের সংগঠনের বয়স কম, মাত্র কয়েকমাস হয়েছে। এখনো চেইন অফ কমান্ড ঠিক হয় নাই, রাজনৈতিক কর্মশালা পর্যন্ত করা হয়নি। আমাদের পূর্বের বহু ভুলভ্রান্তি আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন অ্যাকোমোডোট করতে হয়েছে পরিস্থিতির কারণে। সবকিছু আমলে নিয়ে রিফর্ম করার জন্য আমরা বধ্য পরিকর। এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির প্রায় সব সদস্যই মৌখিক সম্মতি প্রদান করেছেন। সেই সাথে, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটিও রিফর্ম করার দিকে যাব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
 
                         
                    -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    