ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
কাতারে হামলার পর আরব দেশগুলোর সম্মিলিত জবাবের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় আরব দেশগুলো, যা এতদিন নিজেদের স্থিতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরেছিল, বর্তমানে তাদের নিরাপত্তাবোধ অনেকটাই ভেঙে পড়েছে। চলতি বছর প্রথমে জুনে মার্কিন ঘাঁটিতে হামলার অজুহাতে কাতারে ইরানের আঘাত এবং এরপর চলতি সপ্তাহে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের দোহার ওপর হামলা, এই অঞ্চলকে গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। দুই বছর আগে গাজায় শুরু হওয়া যুদ্ধ এখন উপসাগরের দোরগোড়ায় পৌঁছানোয় আরব দেশগুলো আতঙ্কিত। সামরিক প্রতিশোধের সুযোগ সীমিত থাকায় কাতার জানিয়েছে, আঞ্চলিকভাবেই 'সম্মিলিত জবাব' দেওয়া হবে।
এই পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা চলছে এবং আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় জরুরি আরব-ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
কাতারে ইসরায়েলি হামলার পর সবচেয়ে দ্রুত সাড়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হামলার ২৪ ঘণ্টার মধ্যে দোহায় পৌঁছান এবং এরপর বাহরাইন ও ওমান সফর করেন। গত শুক্রবার ইসরায়েলি কূটনীতিককে তলব করে কাতারে হামলাকে 'নিষ্ঠুর ও কাপুরুষোচিত' বলে নিন্দা জানায় আমিরাত। বিশ্লেষকদের মতে, আমিরাত কূটনৈতিক পর্যায়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সীমিত করতে পারে অথবা আব্রাহাম অ্যাকর্ডস থেকে আংশিকভাবে সরে আসতে পারে। কাতারও আন্তর্জাতিক আইনের পথ ব্যবহারের ঘোষণা দিয়েছে এবং এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সর্বসম্মত বিবৃতি আনতে সফল হয়েছে।
এছাড়াও, আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় একটি জরুরি আরব ও ইসলামী দেশগুলোর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, এই বৈঠকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবনা আনা হবে, যা রোববার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চূড়ান্ত করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ ইরান, ইরাক ও তুরস্কের রাষ্ট্রপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন। বৈঠকে শুধু কাতারের উপর হামলা নয়, ইসরায়েলের গাজা দখল প্রচেষ্টা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ চেষ্টাও আলোচনায় আসবে।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি 'পেনিনসুলা শিল্ড ফোর্স' থাকলেও তা এতদিন শুধু কাগজে-কলমেই রয়ে গেছে। সৌদি-ভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আবদুলআজিজ সাগের বলেছেন, এখন এটি সক্রিয় করার সময় এসেছে, যার আওতায় যৌথ কমান্ড, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বাধীন সামরিক সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। দীর্ঘদিন ধরে উপসাগরীয় নিরাপত্তা কাঠামো যুক্তরাষ্ট্রনির্ভর হলেও ওয়াশিংটনের প্রতিশ্রুতি ঘিরে অনিশ্চয়তা দেখা দেওয়ায় দেশগুলো এখন আরও শক্ত নিরাপত্তা নিশ্চয়তা চাইছে। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার প্রয়োজন তৈরি করবে।
কাতার, সৌদি আরব, কুয়েত ও আমিরাতের বিশাল সার্বভৌম সম্পদ তহবিল বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলার ক্ষমতা রাখে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বয়কট করা বা তাদের বিনিয়োগ সীমিত করা হতে পারে একটি সম্ভাব্য পদক্ষেপ। কুয়েতি অধ্যাপক বাদের আল-সাইফ সতর্ক করে বলেছেন, এখনই শক্ত অবস্থান না নিলে অন্য কোনো উপসাগরীয় রাজধানী পরবর্তী টার্গেট হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানির সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন। এর আগে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে দোহায় হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, আল-থানি এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করেছেন। আলোচনায় কাতারের মধ্যস্থতাকারী ভূমিকা ও প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্ব পেয়েছে। ট্রাম্প পরে মন্তব্য করেন, ইসরায়েলের এ হামলা একতরফা ছিল এবং তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থ রক্ষা করেনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম