ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ইংল্যান্ড
                                    স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে রেকর্ডময় টি-টোয়েন্টি ম্যাচ উপহার দিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ ওভারে ৩০৪ রানের পাহাড় গড়ে প্রোটিয়াদের ১৪৬ রানে হারিয়েছে তারা। এ জয় শুধু সিরিজ সমতায় ফেরায়নি, বরং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই পূর্ণ সদস্য দেশের মধ্যে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছে স্বাগতিকরা।
এর আগে ভারতের করা ২৯৭ রান ছিল পূর্ণ সদস্য দেশগুলোর সর্বোচ্চ, যা এসেছিল বাংলাদেশের বিপক্ষে। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল ইংল্যান্ড। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে জিম্বাবুয়ে ৩৪৪ এবং নেপাল ৩১৪ রান করেছিল দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে।
৩০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৫৮ রানের বেশি করতে পারেনি। আর্চার-কারানদের আগুনঝরা বোলিংয়ে ১৬.১ ওভারেই অলআউট হয় প্রোটিয়ারা। ফলে ১৪৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়।
ইংল্যান্ডের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফিল সল্ট। মাত্র ৬০ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে গড়েছেন ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড। এর মধ্যে ছিল ১৫ চার ও ৮ ছক্কা। ওপেনিংয়ে জস বাটলারের সঙ্গে মাত্র ৭.৫ ওভারে যোগ করেন ১২৬ রান। বাটলার খেলেন ৩০ বলে ৮৩ রানের ইনিংস, যাতে ছিল ৮ চার ও ৭ ছক্কা।
অপর প্রান্তে জ্যাকব বেথেল করেন ১৪ বলে ২৬ এবং হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ২১ বলে ৪১ রানে। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ২ উইকেটে ৩০৪ রানে থামে ইংল্যান্ডের রেকর্ড ইনিংস।
প্রোটিয়াদের হয়ে একমাত্র স্বস্তির জায়গা ছিলেন বর্ন ফরচুইন, যিনি নেন ২ উইকেট। তবে তার সঙ্গীদের ওপর দিয়ে বয়ে গেছে ইংলিশ ব্যাটারদের ব্যাটিং ঝড়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে