ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

বিমানবন্দর খুলেছে নেপাল

বিশেষ ফ্লাইটে ফেরার অপেক্ষায় ফুটবলাররা

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৮:৫৬:০৫

বিশেষ ফ্লাইটে ফেরার অপেক্ষায় ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক অস্থিরতার কারণে টানা তিন দিন কাঠমান্ডুতে হোটেলবন্দি থাকার পর অবশেষে দেশে ফেরার আশায় বুক বাঁধছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়ায় রাতেই বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ঢাকার পক্ষ থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠানোর চেষ্টা চলছে। এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা নিজে ফোন দিয়ে খবর নিয়েছেন এবং দ্রুত ফুটবলারদের দেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন। বাফুফের পক্ষ থেকেও সকালে একই তথ্য জানানো হয়।

ফুটবলাররা বিমানবাহিনীর ফ্লাইটের অপেক্ষায় আছেন। এ প্রসঙ্গে আমের খান বলেন, “বিমানবন্দর এখন খুলে দিয়েছে। চাইলে বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটেও ফিরতে পারবো। তবে আমরা চাই আজ রাতেই ফিরতে। কারণ পরিস্থিতি আবার খারাপ হয়ে বিমানবন্দর বন্ধ হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে।”

এদিকে নেপালে সেনাবাহিনী আইনশৃঙ্খলার দায়িত্ব নেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। খেলোয়াড়রা হোটেলে কিছুটা স্বস্তিতেই সময় কাটাচ্ছেন। সকালে জিম সেশন, বিকেলে শারীরিক অনুশীলন এবং সন্ধ্যায় মানসিক প্রস্তুতির সেশন করেছেন তারা।

সিনিয়র ফুটবলার সোহেল রানা এক ভিডিওবার্তায় জানান, “আজকের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো। আমাদের পরিবারও স্বস্তি পেয়েছে এখানকার পরিস্থিতির উন্নতির খবর শোনার পর। আমরা হোটেলে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

বাংলাদেশ দল দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপাল সফরে গিয়েছিল। এর মধ্যে ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও রাজনৈতিক সংকটের কারণে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত