ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২
হরতালের প্রথম দিনেই অচল বাগেরহাট
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন বহালের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জেলা কার্যত অচল হয়ে পড়েছে। মোংলা আন্তর্জাতিক সমুদ্রবন্দরসহ সব প্রধান সড়ক, অফিস, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল ও সড়ক-মহাসড়ক অবরোধের কারণে জেলার যান চলাচল এবং সরকারি-বেসরকারি অফিস কার্যত বন্ধ হয়ে পড়ে। বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুরসহ দেশের ৪৮টি আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। একই সঙ্গে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও স্থবির।
হরতালের অংশ হিসেবে মোরেলগঞ্জের পানগুছি ও মোংলা নদীর ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাচন অফিসসহ সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফলে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারেননি। সড়ক-মহাসড়কের অন্তত ৩০টি পয়েন্টে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং জাল টাঙিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস কার্যত বন্ধ ছিল। জেলা সদরের বিভিন্ন মোড়, বাস টার্মিনাল, মোংলা ইপিজেড ও শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পিকেটারদের অবস্থান দেখা গেছে।
পিকেটিংয়ে নেতৃত্ব দিয়েছেন বিএনপির সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় সদস্য অ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, “নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কমিয়ে জনগণের প্রত্যাশা উপেক্ষা করেছে। মোংলা বন্দর, ইপিজেড ও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসহ ভৌগোলিক ও জনসংখ্যাগত গুরুত্ব বিবেচনায় চারটি আসন থাকা উচিত।”
জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম বলেন, “এই আন্দোলন কোনো দলীয় নয়, এটি জনস্বার্থের। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”
এর আগে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। ৩০ জুলাই প্রস্তাব দেওয়া হয় এবং ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে আসনের সীমানা পুনর্বিন্যাস চূড়ান্ত করা হয়। প্রতিবাদে জেলার রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনগুলো সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)