ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে সাভার ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ২১:৩৫:১৬

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে সাভার ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ

চাকরি ডেস্ক: সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ৭টি ভিন্ন পদে মোট ৪৪ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা:১. ল্যাব সহকারী (রসায়ন): ১টি পদ। বেতন গ্রেড-১৮ (৯,৭০০-২৩,৪৯০ টাকা)। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) বা সমমান ডিগ্রি।

২. সহকারী শিক্ষক-মাধ্যমিক শাখা (ইসলাম ও নৈতিক শিক্ষা): ১টি পদ। বেতন গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। শর্ত থাকে যে, ৩ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে।

৩. সহকারী শিক্ষক-প্রাথমিক শাখা (বাংলা-২, গণিত-২, ইংরেজি-২ এবং ইসলাম ও নৈতিক শিক্ষা-১): ১৪টি পদ। বেতন গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর/সমমান ডিগ্রি।

৪. স্টোরম্যান-১ এবং ল্যাব সহকারী (পদার্থ ও জীববিজ্ঞান-১): ২টি পদ। বেতন গ্রেড-১৮ (৯,৭০০-২৩,৪৯০ টাকা)। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) বা সমমান ডিগ্রি।

৫. ল্যাব সহকারী (আইসিটি): ১টি পদ। বেতন গ্রেড-১৮ (৯,৭০০-২৩,৪৯০ টাকা)। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/সমমান ডিগ্রিসহ ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।

৬. মেধাব ও/বা শেয়ার সব অর্ডিনেন্স স্টাফ (এমএলএসএস): পিয়ন/মালি/পরিচ্ছন্নতাকর্মী/আয়া/গার্ড/বাস হেলপার: ২০টি পদ। বেতন গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)। শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/এসএসসি/সমমান।

৭. খন্ডকালীন টিচিং অ্যাসিস্টেন্ট (আয়া-মহিলা): ৪টি পদ। বেতন: ৪,২০০/- (নির্ধারিত)। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/সমমান ডিগ্রি।

আবেদনকারীকে নারী বা পুরুষ উভয়ই হতে হবে এবং কর্মস্থল সাভার। ১০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত সকল পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন করার সময় ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। আবেদন ফি ২ নং পদের জন্য ৫৩০ টাকা, ৩ নং পদের জন্য ২৩০ টাকা এবং ১, ৪-৭ নং পদের জন্য ১৩০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে এবং রশিদ প্রিন্ট করে রাখতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানেক্লিক করে আবেদন করতে পারবেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত