ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৪:৩২:৪৫

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় কার্জন হলে হৃদয়বিদারক এক ঘটনা ঘটে। লাইভ সম্প্রচারের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক মারা গেছেন। তিনি চ্যানেল এস-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সংবাদ কাভার করার সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, কার্জন হলের ভেতর থেকে লাইভ রিপোর্টিং করার সময় হঠাৎ শারীরিকভাবে ভেঙে পড়েন শিবলী। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি।

জানা গেছে, তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়, এবং তিনি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন। তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, তার মৃত্যু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত