ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ঢাবি প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত ভর্তির শেষ দিন আজ

২০২৫ সেপ্টেম্বর ০৮ ০৯:২৮:২৬

ঢাবি প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত ভর্তির শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য চূড়ান্ত মাইগ্রেশনের বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের আজ, ৮ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার শেষ দিন। গত ৩ সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগইন করে তাদের বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবেন।

প্রযুক্তি ইউনিটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চম ধাপে (চূড়ান্ত মাইগ্রেশন) বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠান চেক করতে পারবেন। মেধাক্রম ১ থেকে ৩৭৭৯ পর্যন্ত যারা ইতিপূর্বে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিয়েছেন এবং ১ সেপ্টেম্বর জমা দিয়েছেন, তাদের সবাইকে ৩ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নতুনভাবে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরা, অর্থাৎ মেধাক্রম ৩১২০ থেকে ৩৭৭৯ পর্যন্ত, প্রাথমিক ভর্তি নিশ্চয়তা হিসেবে ৩ হাজার টাকা অনলাইনে পরিশোধ করবেন। এরপর ১ সেপ্টেম্বর সোমবার উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুম (কক্ষ ১১২) এ মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

শিক্ষার্থীরা আরও বিস্তারিত তথ্যের জন্য প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিসের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন। উল্লেখ্য, আবেদন সংক্রান্ত এসআইএফ কোড পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের ইমেইলে প্রদান করা হয়েছিল। এ প্রক্রিয়ার পর আর কোনো অটোমাইগ্রেশন হবে না।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত