ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক: এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে দেশের প্রধান শেয়ারবাজারের সূচক ও লেনদেন। দীর্ঘ সময়ের অস্থিরতা ও ওঠানামার পর বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় বাজারে লেনদেন প্রাণবন্ত হয়ে উঠেছে। সূচকের ধারাবাহিক উত্থানের সঙ্গে সঙ্গে টার্নওভারও নতুন রেকর্ড ছুঁয়েছে, যা বাজারে ইতিবাচক ধারা ও ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্যে দিয়ে লেনদেন হতে দেখা গেছে, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৬.১৫ পয়েন্টে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৪ সালে ১৯ সেপ্টেম্বর ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৬৫৮.১১ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৯.৪৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৮.১০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৮টির দর বেড়েছে, ১২৭টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৪ সালে ১১ আগস্ট লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকা। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১০৩ কোটি ৩৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
এদিন সিএসইতে ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৮৬টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২৩.১৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৪.২৭ পয়েন্ট কমেছিল।
এসকে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা