ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

বট আইডি মানেই শিবির আইডিঃ ছাত্রদল প্রার্থী

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৩:২৮:০৬

বট আইডি মানেই শিবির আইডিঃ ছাত্রদল প্রার্থী

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ছাত্রদল মনোনীত প্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলা বলেছেন, ক্যাম্পাসে বট আইডির সঙ্গে শিবিরের পরিচিতি দীর্ঘদিনের।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“এখানে ১০০ জন মেয়েকে জিজ্ঞেস করুন, সবাই বলবে বট আইডি মানেই শিবিরের আইডি। তাদের কর্মকাণ্ডও সবাই জানে—যখন তারা একজন দাগি আসামিকে ফুলের মালা দিয়ে বরণ করে আনে, তখন বোঝা যায় তারা কাদের প্রতিনিধিত্ব করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এ ধরনের মতাদর্শের কোনো জায়গা থাকার কথা নয়।”

তিনি আরও জানান, এসব কর্মকাণ্ড তার ব্যক্তিগত ও অন্যান্য শিক্ষার্থীর দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে।

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ডাকসুতে শিবির-সংযুক্তদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মেঘলা। তিনি বলেন,

“নারী শিক্ষার্থী হয়রানি প্রতিরোধে ছাত্রদল সব সময় কাজ করে যাচ্ছে। আমাদের প্যানেল সব সময়ই এমন ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি করে। আমরা বারবার প্রশাসনকে অবহিত করেছি, গত ছয় মাসে প্রোক্টর স্যারের কাছে গিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি।”

স্থিতিশীল রাজনীতির পক্ষে অবস্থান

ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে তিনি বলেন,

“বাংলাদেশে জাতীয়তাবাদ ও স্থিতিশীল রাজনীতি দরকার। আমরা চাই না বাংলাদেশ আফগানিস্তান বা ভারতের মতো হয়ে যাক। বাংলাদেশ তার নিজস্ব চরিত্রেই থাকুক।”

নিজের অভিজ্ঞতায় পরিবর্তনের অঙ্গীকার

মেঘলা জানান, তার লক্ষ্য ক্যাম্পাসকে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ রাখা।

“আমার ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করেছি—ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যেন নিরাপদে থাকতে পারে। মহিলা পরিষদ, শিশু একাডেমি ও জাতিসংঘের প্রোজেক্টে কাজের অভিজ্ঞতা আছে আমার। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতাই আমাকে পরিবর্তন আনতে সাহায্য করবে।”

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত