ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

'জাপাকে নিয়ে নির্বাচন পরিকল্পনা সুষ্ঠু ভোট নয়, গৃহযুদ্ধের চেষ্টা'

২০২৫ সেপ্টেম্বর ০৭ ০০:১০:০০

'জাপাকে নিয়ে নির্বাচন পরিকল্পনা সুষ্ঠু ভোট নয়, গৃহযুদ্ধের চেষ্টা'

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মন্তব্য করেছেন যে, জাতীয় পার্টিকে নিয়ে যারা নির্বাচনের পরিকল্পনা করছে, তারা আসলে সুষ্ঠু নির্বাচন নয়, বরং বাংলাদেশে গৃহযুদ্ধ তৈরি করতে চায়। তিনি দাবি করেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের তীব্র ক্ষোভ রয়েছে, তাই এই দুই দলকে নিয়ে নির্বাচনের আয়োজন নতুন করে অস্থিরতা সৃষ্টি করবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারোয়ার তুষার বলেন, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আওয়ামী লীগের সহযোগিতায় নির্বাচনে অংশ নিয়েছেন। তাই তার গণতন্ত্র বা গণঅধিকার পরিষদের বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে রক্ষার কোনো দায় বিএনপির নেই, বরং বিএনপিকে প্রমাণ করতে হবে তারা সত্যিই গণতন্ত্রের পক্ষে আছেন কিনা।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে জাতীয় পার্টি আওয়ামী লীগের সব অন্যায়-অবিচারের বৈধতা দিয়েছে এবং তাদের নেতারা দুর্নীতি ও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। এ কারণে সরকারের উচিত এসব সম্পদ ক্রোক করে বিচারিক প্রক্রিয়ায় আনা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও দেশে এখন কোনো নির্বাচনী পরিবেশ নেই। বরং পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ঢাকা শহরে ছাত্রলীগ-যুবলীগ প্রকাশ্যে মহড়া দিচ্ছে এবং সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলে তিনি প্রশ্ন তোলেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে চাইলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জাতীয় পার্টির বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে এবং নুরুল হক নুরকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় অস্থিতিশীলতা বাড়বে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না বলে তিনি সতর্ক করেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত