ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার ৩,৫০০ চিকিৎসক নিয়োগ দেবে: স্বাস্থ্য উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৯:৪২:৪০

সরকার ৩,৫০০ চিকিৎসক নিয়োগ দেবে: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের মেয়াদে ৩,৫০০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, সরকারি হাসপাতালে বর্তমানে ১০,০০০ চিকিৎসক ও ১২,০০০ নার্সের ঘাটতি রয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব তথ্য জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যেসব মেডিক্যাল কলেজ সরকার নির্ধারিত মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হবে, সেসব কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হবে।

ডাক্তারদের কোনো রাজনৈতিক বা সংগঠনভিত্তিক দল থাকা উচিত নয় বলে উল্লেখ করেন তিনি। এছাড়া তিনি জানান, ভবিষ্যতে প্রয়োজনীয় ৩০০ প্রকার ওষুধের দামও সরকার নির্ধারণ করবে।

ডিপ্লোমা নার্সদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার আওতায় প্রথম দফায় চট্টগ্রাম থেকে তাদের জাপানে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত