ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
বিশ্বকাপে খেলা নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি: মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন শুক্রবার (৫ সেপ্টেম্বর) বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি আর্জেন্টিনা ৩-০ গোলের জয় দিয়ে শেষ করে। ম্যাচে দুটি গোল করেন মেসি, আর একটি গোল আসে লাউতারো মার্টিনেজের পা থেকে।
ম্যাচের আগে স্টেডিয়ামে হাজির ছিলেন প্রায় ৮০ হাজার দর্শক। মেসির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের সময় তার তিন ছেলে পাশে দাঁড়ায়। মাঠে ‘ওলে, ওলে, ওলে… মেসি, মেসি, মেসি!’ স্লোগান এবং সমর্থকদের উচ্ছ্বাসে আবেগঘন হয়ে উঠেন মেসি।
আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলার অনুভূতি প্রকাশ করে মেসি বলেন, “অনেক আবেগ কাজ করছে। নিজের মানুষদের সামনে খেলা সব সময়ই আনন্দদায়ক। এখানে এভাবে শেষ করতে পেরে ভালো লাগছে। এই মুহূর্তের জন্য সব সময় স্বপ্ন দেখেছি।”
মেসি আরও বলেন, “অনেক বছর ধরে অনেক কিছু বলা হয়েছে। তবে আমি সব ভালো স্মৃতিই সঙ্গে রাখব। যারা চেষ্টা করেছে কিন্তু পারেনি, এবং যারা পরবর্তীতে পেয়েছে—সবার সঙ্গে কাটানো সময়ই সবচেয়ে সুন্দর স্মৃতি। আজকের ম্যাচটি ছিল আমার দেশের মাটিতে প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ।”
২০২৬ সালের বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে মেসি বলেন, “এখনও সিদ্ধান্ত নেই। বয়সের কারণে মনে হয় আরেকটি বিশ্বকাপে খেলা সম্ভব নয়। তবে দিন ধরে ধীরে ধীরে এগোতে চাই। খেলাটা উপভোগ করতে পারলে থাকব, না হলে থাকব না। এখনো সিদ্ধান্ত নিইনি।”
তিনি জানান, এই মৌসুম শেষ করে ইন্টার মায়ামির হয়ে এমএলএস-এর প্রি-সিজন খেলবেন। এরপর ছয় মাস সময় পাবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। মেসি বলেন, “প্রাক্–মৌসুম ভালো কাটলে ২০২৬ বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত নেব।”
উল্লেখ্য, ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয় মেসির। তারপর থেকে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন। ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনাল খেললেও শিরোপা হাতছাড়া হয়, তবে ২০২২ কাতার বিশ্বকাপে স্বপ্ন পূরণ হয় তার। এখন ২০২৬ বিশ্বকাপে অংশ নেবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা