ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ

২০২৫ সেপ্টেম্বর ০৪ ০০:৩৫:৪৮

সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ

চাকরি ডেস্ক: হবিগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে থাকা বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে ৬টি ভিন্ন পদে মোট ১৪৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া আগামী ৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে।

পদের বিবরণ:বিজ্ঞপ্তি অনুযায়ী, যে ৬টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে, তার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

১. গাড়ি চালক (ড্রাইভার): এই পদে ১ (এক) জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৫ (হাকা লাইসেন্সধারী) অথবা গ্রেড-১৬ (ভারী লাইসেন্সধারী) অনুযায়ী বেতন স্কেল পাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. স্বাস্থ্য সহকারী: এই পদে ১০০ (একশত) জন বিশাল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৬ অনুযায়ী বেতন স্কেল থাকবে। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: এই পদে ৭ (সাত) জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৬ অনুযায়ী বেতন স্কেল পাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে যথাক্রমে প্রতি মিনিটে ২০ শব্দ ও ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে। শুধুমাত্র খুলনা, হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

৪. স্টোর কিপার: এই পদে ১ (এক) জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৬ অনুযায়ী বেতন স্কেল পাবেন। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।

৫. ল্যাব এটেনডেন্ট: এই পদে ১ (এক) জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৯ অনুযায়ী বেতন স্কেল পাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৬. অফিস সহায়ক: এই পদে ৪ (চার) জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড-২০ অনুযায়ী বেতন স্কেল পাবেন। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

চাকরির ধরন: স্থায়ী/অস্থায়ী।প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।কর্মস্থল: হবিগঞ্জ।

বয়স: ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে আবেদন ফি জমা দিতে হবে। ১-৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫-৬ নং পদের জন্য ৫৬ টাকা আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা।আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা।

সূত্র: ইত্তেফাক, ০৩ সেপ্টেম্বর ২০২৫।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানেক্লিক করে আবেদন করতে পারবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত