ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে: উপদেষ্টা বিধান রঞ্জন
ডুয়া নিউজ: বাচ্চাদের পড়াশোনার মান বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এর ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তত্ত্বাবধান করা সহজ হবে এবং তারা নির্দিষ্ট নিয়মের মধ্যে কাজ করতে বাধ্য থাকবে বলেও জানান তিনি।
আজ শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বাচ্চাদের সামগ্রিক বিকাশে শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করা উচিত নয়। খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণ প্রয়োজন।” এজন্য শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর গুরুত্বের উপর তিনি জোর দেন।
নতুন পাঠ্যবই প্রসঙ্গে উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, প্রথম থেকে তৃতীয় শ্রেণির সকল বই বছরের শুরুতেই শিশুদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিছু ক্লাসে বইয়ের জন্য বিলম্ব হয়েছে, তবে এখন ৪র্থ ও ৫ম শ্রেণির বইও ছাপানো হচ্ছে। জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থী সংখ্যা কমার কারণ সম্পর্কে তিনি বলেন, কোভিড, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এবং অভিভাবকদের অসন্তুষ্টি থাকার জন্য অনেক শিশুই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছে। তিনি বলেন, নতুন মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, যার মাধ্যমে ক্লাসের ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং প্রতি চার মাস পর পর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিধান রঞ্জন রায় পোদ্দার আরও যোগ করেন, “সর্বাধিক গুরুত্ব হলো বাচ্চাদের পড়াশোনায় উন্নতি নিশ্চিত করা।”
এ অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালক ফরিদ আহমেদ, উপপরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে, তিনি দশম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)