ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ, ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশব্যাপী কেন্দ্র ও জেলা পর্যায়ে আলোচনা সভা, শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হচ্ছে। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে দলটি প্রতিষ্ঠা করেছিলেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর তাঁর সহধর্মিণী খালেদা জিয়া রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবেশ করেন। ১৯৮৩ সালে রাজনৈতিক কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন, মার্চে সিনিয়র ভাইস-চেয়ারম্যান হন এবং ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। দুই বছরের বেশি সময় কারাভোগের পর শর্তসাপেক্ষে মুক্তি পান। বর্তমানে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান, যিনি যুক্তরাজ্য থেকে দলের কার্যক্রম পরিচালনা করছেন।
বিএনপি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছিল। ১৯৯৬ সালে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও তা মাত্র ৪৫ দিন স্থায়ী হয়েছিল। ২০০১ সালে অষ্টম জাতীয় নির্বাচনে জিতে আবারও সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। এরপর থেকে দলটি দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে।
দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, জনগণের অধিকার আদায় ও নির্বাচিত জবাবদিহিমূলক সরকারের প্রয়োজন এখন আগের চেয়ে বেশি।
পৃথক এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করাই জাতীয়তাবাদী শক্তির মূল লক্ষ্য। তিনি বলেন, দুঃশাসনের যে কাঠামো গড়ে তোলা হয়েছিল, তা ভেঙে একটি সহিষ্ণু, শান্তিময় ও মানবিক সাম্যের সমাজ গঠন করাই এখন দলীয় অঙ্গীকার।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ১৬ সদস্যের জাতীয় উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে। এদিন জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে। আগামী ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়েও আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা