ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

ভোটকেন্দ্র সংস্কারে ১১০ কোটি টাকা প্রয়োজন

২০২৫ আগস্ট ৩১ ১৭:৫২:০৯

ভোটকেন্দ্র সংস্কারে ১১০ কোটি টাকা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার অনুপযোগী ভোটকেন্দ্র সংস্কারে মোট ১১০ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) থেকে পাঠানো চিঠির জবাবে এই তথ্য জানিয়েছে অধিদপ্তর।

প্রতিবেদন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ১৪৯০টি ভোটকেন্দ্রে মেরামত ও সংস্কার কাজের জন্য মাঠ পর্যায়ে প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৩৩৭৮.৭৮ লাখ টাকা। এছাড়া, ৫৫৯টি ভোটকেন্দ্রে সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রয়োজন ৭৬৪৮.৪৯ লাখ টাকা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন শিক্ষামন্ত্রণালয়কে বরাদ্দের জন্য চিঠি দিয়েছেন এবং এর অনুলিপি নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে।এর আগে ইসি নিজস্ব খরচে সম্ভাব্য ভোটকেন্দ্র মেরামতের জন্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত