ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

ঢাকা উত্তরে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদান শুরু

২০২৫ আগস্ট ৩১ ১৬:৫১:১২

ঢাকা উত্তরে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক:ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শিক্ষার্থী ও মেধাবী শিশুদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। এর আওতায় ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় বসবাসকারী দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।

বৃত্তি পাওয়ার যোগ্যতা:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় বসবাস করতে হবে।

দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী হতে হবে।

প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে।

আবেদন ফরম কোথায় পাওয়া যাবে:বৃত্তির জন্য নির্ধারিত আবেদন ফরম ডিএনসিসির নগর ভবন, আঞ্চলিক কার্যালয়গুলো এবং করপোরেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

পূর্ণাঙ্গ আবেদন ফরম, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

পূর্ববর্তী শ্রেণির মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা টেবুলেশন শিটের সত্যায়িত কপি। একাদশ শ্রেণির জন্য এসএসসি পরীক্ষার মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

দ্বাদশ শ্রেণির জন্য কলেজের বর্ষ পরিবর্তন পরীক্ষার মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মেধা ও আচরণ সনদ, এবং পিতা/মাতা বা আইনগত অভিভাবকের পেশা ও আয়ের প্রত্যয়নপত্র।

আবেদন জমা দেওয়ার স্থান:

ডিএনসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়।

প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ, নগর ভবন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, প্লট ২৩-২৬, রোড ৪৬, গুলশান-ও, ঢাকা।

বিস্তারিত তথ্যের জন্যওয়েবসাইট দেখুন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত