ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
আঃ লীগের সঙ্গে জাপা নিষিদ্ধের দাবি এনসিপি যুগ্ম আহ্বায়কের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, "৫ আগস্টের পর বাংলাদেশপন্থিরা ছাড়া এ দেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। ফ্যাসিস্ট ও তাদের দোসরদের রাজনীতি করার কোনও অধিকার নেই।" তিনি সুশীল সমাজের প্রতি আহ্বান জানান যেন তারা স্বাধীনতার কথা বলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে রাজনৈতিক মাঠে জায়গা করে না দেন।
শনিবার (৩০ আগস্ট) সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের পিৎজা মিলান সেন্টারে জেলা এনসিপি আয়োজিত 'উঠানে নতুন সংবিধান' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার তুষার আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি করে বলেন, "আওয়ামী লীগ তো পারবেই না, সেইসঙ্গে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।" তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ভারত সফর এবং নির্বাচন সংক্রান্ত পুরনো ভিডিওর প্রসঙ্গ টেনে বলেন, "ভারত থেকে সফর করে এসে তিনি বলেছিলেন, 'আমি ভারতে কাদের কাদের সঙ্গে মিটিং করেছি তা বলবো না। কিন্তু আমাকে এই নির্বাচনে অংশ নিতে হবে।' তাহলে তারা তো ভারতের এজেন্ট। তারা বাংলাদেশপন্থি কোনও দল না। তারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।"
তিনি আওয়ামী লীগকে "গণহত্যাকারী সন্ত্রাসী গোষ্ঠী" হিসেবে আখ্যায়িত করেন এবং জাতীয় পার্টিকে এর "সহায়ক শক্তি" বলে অভিহিত করেন। গতকাল ঢাকা শহরে পুলিশ এবং সেনাবাহিনীর একাংশ কর্তৃক সংঘটিত "ন্যাক্কারজনক ঘটনার" প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "নুরুল হক নুর আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। তিনি হাসপাতালে এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন। তার নাক, পিঠ ফাটিয়ে দেওয়া হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। যেভাবে তাদের পার্টির অফিসের ভেতরে ঢুকে হামলা করা হলো, বেধড়ক পেটানো হলো, এটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, মেসবাহ কামাল, সদস্য মুফতি ইনজিমামুল ইসলাম, সাতক্ষীরা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়ক এস কে আহসান উল্লাহ, অধ্যক্ষ আকতারুজ্জামান, জুলাই যোদ্ধা রাদিদ হাসান প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে