ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ সীমান্তে উত্তেজনার মধ্যেই বাঙ্কার নির্মাণ বিএসএফের
ডুয়া ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা যেন কমছেই না। সম্প্রতি মালদার শুকদেবপুর সীমান্তে বিএসএফের নতুন বাঙ্কার নির্মাণের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাশাপাশি কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিনে দেড় কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
গত কয়েকদিন ধরে ভারতের মাহাদিপুর ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিস্থিতি অস্থির। সোমবার (৬ জানুয়ারি) বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে তা নিয়ে সমস্যা শুরু হয়। বিএসএফ অভিযোগ করেছে যে তারা বিতর্কিত জমিতে বেড়া নির্মাণ করছে এবং বিজিবি তাদের বাধা দেয়। এই ঘটনার ফলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ছাড়া স্থানীয় গ্রামবাসীদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রথমে দুপারের গ্রামবাসীরা স্লোগানে মুখোমুখি দাঁড়িয়ে গেলে পরে সীমান্তরক্ষী বাহিনী তাদের তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনে। একাধিক পতাকা বৈঠক করার পরেও কোনো সমাধান মেলেনি।
সম্প্রতি বৃহস্পতিবার সুকদেবপুর এলাকায় বিএসএফ আবারও কাঁটাতারের বেড়ার কাজ শুরু করে। এর মধ্যেই বিএসএফ স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় বাঙ্কার নির্মাণ করে যাতে সীমান্তের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা যায়। ভারতীয় গ্রামবাসীরাও সীমান্তে অবস্থান নিয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী রুদ্ধ করা কারণে আপাতত পরিস্থিতি শান্ত হলেও উত্তেজনা এখনো বিদ্যমান। এর মধ্যে তৃণমূল দলের বিধায়ক চন্দনা সরকার সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং দাবি করেন যে এসব ঘটনা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে।
অন্যদিকে কোচবিহার জেলার মেখলিগঞ্জে কাঁটাতারের বেড়ার নির্মাণ নিয়ে উত্তেজনা বাড়ছে। বিএসএফ একটি অরক্ষিত অংশে বেড়া নির্মাণ করতে গেলে বিজিবি তাদের বাধা দেয় এবং স্থানীয় বাংলাদেশি নাগরিকরা সেখানে উপস্থিত হয়ে কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তবে বিএসএফ বাহিনী তাদের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং স্থানীয় গ্রামবাসীরাও এতে অংশ নেয়।
এই কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনা বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে সীমান্ত নিয়ে নতুন করে উত্তেজনা ও সমস্যা তৈরি করছে, যা সমাধানের অভাবেই প্রতিনিয়ত বেড়ে চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি