ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

প্রাথমিক শিক্ষকদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা

২০২৫ আগস্ট ৩০ ১৮:০৫:২৫

প্রাথমিক শিক্ষকদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে গিয়েও তাঁর সাক্ষাৎ পাননি।

ফলে শনিবার (৩০ আগস্ট) বিকেলে তারা স্মারকলিপি জমা দিয়েই ফিরে এসেছেন। একই সঙ্গে, শিক্ষকরা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।

'সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ'-এর ব্যানারে প্রাথমিকের ছয়টি শিক্ষক সংগঠনের নেতারা এই আন্দোলন করছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডে বেতন-ভাতা, শতভাগ শিক্ষকের পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

ঐক্য পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের জানানো হয়েছে যে তিনি ব্যস্ত আছেন এবং পরবর্তীতে সুযোগ হলে তাদের জানানো হবে। শিক্ষকরা আশা করছেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে তাদের দাবিগুলো পূরণ হবে।

এর আগে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষকের অংশগ্রহণে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়ে শিক্ষকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক কর্মরত আছেন। প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ত্রয়োদশ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত