ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ২৯ ১৭:৪০:২৩
ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে আগামী শনিবার (৩০ আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশের ডাক দিয়েছেন। প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন বাস্তবায়নের সরকারি সিদ্ধান্তের পর নিজেদের দাবি আদায়ে এই পদক্ষেপ গ্রহণ করলেন শিক্ষকরা।

সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত 'প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ' এই সমাবেশের আয়োজন করছে।

আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, "আমরা দীর্ঘকাল ধরে ১১তম গ্রেডের জন্য আন্দোলন করে আসছি। সরকার বারবার আশ্বাস দিলেও আমাদের দাবি পূরণ হচ্ছে না। প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমাদের দাবি এখনো উপেক্ষিত। এ কারণেই আমরা শনিবারের মহাসমাবেশ আহ্বান করেছি।"

ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, তাদের মূল দাবিগুলো হলো—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির রিপোর্ট সংশোধন করে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে জাতীয় বেতন স্কেলের ১১তম ধাপে বেতন নির্ধারণ করা; একই পদে সন্তোষজনক চাকরির শর্ত পূরণের পর ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান; এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করা। এই দাবিগুলো নিয়েই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শিক্ষকরা দীর্ঘদিন ধরেই ১১তম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছেন। গত বছরের ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কনসালটেশন কমিটি সহকারী শিক্ষকদের জন্য ১২তম গ্রেড বেতন নির্ধারণের সুপারিশ করে। একইসাথে দেশের সব প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা নিজেদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান। সরকার নতুন বেতন স্কেলের মাধ্যমে বিষয়টি সুরাহা করার কথা জানালেও, শিক্ষকরা দ্রুত দাবি বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশের ডাক দিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত