ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ২৮ ২২:২৯:১৯
অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি চলতি বছরের মে মাসে দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি জানিয়েছেন যে দেশের জন্য সবকিছু ছেড়ে তিনি এই পদে এসেছেন। তার মেয়াদ খুব বেশি দিন না থাকায় পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা চলছে।

বুলবুলকে আবার সভাপতি হতে হলে দুটি ধাপ পার হতে হবে: প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বোর্ড পরিচালক হিসেবে মনোনীত হতে হবে এবং এরপর বোর্ড পরিচালকদের ভোটে তাকে সভাপতি নির্বাচিত হতে হবে।

বৃহস্পতিবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরবর্তী বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে।"

বুলবুল আরও বলেন, "আমার ব্যক্তিগত যে ইচ্ছা… দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।"

তিনি জানান, তিনি এবং ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। ভবিষ্যতে কী হবে তা এনএসসি এবং নতুন বোর্ডের পরিচালকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। বর্তমানে তিনি নিজের দায়িত্বের প্রতি মনোযোগ রাখছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত