ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী লিটন দাস

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ২৮ ২২:১৬:২৮
এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী লিটন দাস

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে কয়েকদিনের অনুশীলন ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা।

প্রস্তুতি প্রসঙ্গে লিটন দাস বলেন, “এখানকার কন্ডিশনের মতো ওখানেও হতে পারে। আমরা চেষ্টা করব কন্ডিশন কাজে লাগিয়ে যেন ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আসে।”

নেদারল্যান্ডস সিরিজে পরীক্ষামূলক দল নামানো হবে কি না—এমন প্রশ্নে লিটন জানান, “যেকোনো আন্তর্জাতিক ম্যাচই চ্যালেঞ্জিং। তাই জেতার জন্যই খেলতে হবে। অবশ্যই কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে, তবে মূল লক্ষ্য জেতা।”

পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করা প্রসঙ্গে লিটন বলেন, “এক-দুই দিনের সেশনে বড় উন্নতি সম্ভব নয়। সময় দিলে পরিবর্তন আসবে। সবাই চেষ্টা করছে নতুন কিছু যোগ করতে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত