ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ডিএসই’র ফিক্স সনদ পেল আরও ১৩ ব্রোকারেজ হাউজ

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ২৮ ১৯:৩১:৪১
ডিএসই’র ফিক্স সনদ পেল আরও ১৩ ব্রোকারেজ হাউজ

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও ১৩টি ব্রোকারেজ হাউজকে আর্থিক তথ্য বিনিময় (ফিক্স) সনদ প্রদান করেছে। এর ফলে এই প্রতিষ্ঠানগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহার করতে পারবে।

সনদ প্রদান অনুষ্ঠানটি বৃহস্পতিবা (২৮ আগস্ট) ডিএসই ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলাম সরাসরি সনদ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “আজকে যেসব ব্রোকারেজ হাউজ ফিক্স সনদ পেয়েছে তাদের ধন্যবাদ। যারা এখনও এই পদ্ধতির আওতায় আসেনি, তাদের জন্য আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ডিএসই চেয়ারম্যান আরও বলেন, “শেয়ারবাজারের টেকসই উন্নয়নের জন্য সকল অংশীদারকে একসাথে কাজ করতে হবে। চলমান সংস্কারগুলো বাজারকে ইতিবাচক দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে।”

নতুন সনদপ্রাপ্ত ব্রোকারেজ হাউজগুলো হলো—

◉ অ্যাপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড

◉ ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড

◉ ইবিএল সিকিউরিটিজ পিএলসি

◉ গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড

◉ আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কো. লিমিটেড

◉ ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড

◉ এনএলআই সিকিউরিটিজ লিমিটেড

◉ এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড

◉ ওয়ান সিকিউরিটিজ লিমিটেড

◉ এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড

◉ শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড

◉ স্মার্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড

◉ ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড

এর আগে, ডিএসই ২০২০ সালে এপিআই-ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার উদ্যোগ নেয়। এর পর থেকে ৬৫টি ব্রোকারেজ হাউজ নিজেদের ওএমএস ব্যবহার করে নাসড্যাক ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করে।

এই সনদ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩৯টি ব্রোকারেজ হাউজ ফিক্স সনদ পেয়েছে। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান ইতোমধ্যে নিজস্ব ওএমএস ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত