ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ইতিহাসের সাক্ষী বিশ্বের প্রাচীন বাজারগুলোতে কি পাওয়া যায়?
                                    শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের নানা প্রান্তে গড়ে ওঠা প্রাচীন বাজারগুলো শুধু কেনাবেচার কেন্দ্র নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার জীবন্ত দলিল। এসব বাজারের প্রতিটি গলি, প্রতিটি দোকান বহন করে অতীতের বাণিজ্য, সামাজিক মেলবন্ধন এবং ঐতিহ্যের গল্প। আজও এগুলো স্থানীয় জীবনধারা ও কারুশিল্পের পাশাপাশি পর্যটকদের কাছে আকর্ষণীয় কেন্দ্র হিসেবে টিকে আছে।
খান এল-খালিলি, কায়রো, মিসর১৩৮২ সালে সুলতান বারকুক প্রতিষ্ঠা করেন কায়রোর বিখ্যাত খান এল-খালিলি বাজার। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাণিজ্যকেন্দ্র হিসেবে একসময় এটি ছিল অনন্য। সরু গলি ও মধ্যযুগীয় স্থাপত্যের ছোঁয়া আজও এর বিশেষত্ব। হাতে তৈরি গয়না, মসলা, সুগন্ধি, পিতলের সামগ্রীসহ ঐতিহ্যবাহী মিসরীয় দ্রব্যের জন্য প্রসিদ্ধ এই বাজারে কফিহাউসগুলো এখনও স্থানীয় ও বিদেশি দর্শনার্থীদের মিলনস্থল।
গ্র্যান্ড বাজার, ইস্তাম্বুল, তুরস্ক১৪৫৫ সালে প্রতিষ্ঠিত গ্র্যান্ড বাজার বিশ্বে সবচেয়ে পুরোনো ও বৃহৎ বাজারগুলোর একটি। সিল্ক রোডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বণিকেরা এখানে জড়ো হতেন। প্রায় ৬১টি রাস্তা ও চার হাজারের বেশি দোকানের এই বাজারে প্রতিদিন লাখো মানুষ ভিড় জমাত। গোলকধাঁধার মতো নকশায় প্রতিটি গলি নির্দিষ্ট পণ্যের জন্য পরিচিত। ঐতিহাসিক ও প্রাণবন্ত পরিবেশ আজও ইস্তাম্বুলের সংস্কৃতির অপরিহার্য অংশ করে তুলেছে গ্র্যান্ড বাজারকে।
চাঁদনি চক, দিল্লি, ভারতমোগল সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা বেগম ১৬৫০ সালে নকশা করেছিলেন দিল্লির বিখ্যাত চাঁদনি চক বাজার। এর কেন্দ্রে একসময় একটি ঝলমলে পুকুর ছিল, যার আলোতেই নামকরণ। শাড়ি-লেহেঙ্গা, গয়না, মসলা থেকে ইলেকট্রনিকস—সবই মেলে এখানে। শুধু কেনাকাটাই নয়, পরোটা, জিলাপি, চাট আর কাবাবের মতো স্ট্রিট ফুডও চাঁদনি চককে করে তুলেছে বিখ্যাত।
বোরো মার্কেট, লন্ডন, যুক্তরাজ্যলন্ডনের সাউথওয়ার্কে অবস্থিত বোরো মার্কেটের ইতিহাস এগারো শতক পর্যন্ত বিস্তৃত। একসময় এটি ছিল পাইকারি খাবারের বাজার, যা এখন পরিণত হয়েছে খাদ্যরসিকদের গন্তব্যে। তাজা ফল-সবজি, চিজ, বেকারি পণ্য, মাংস ও আন্তর্জাতিক খাবারের জন্য এটি জনপ্রিয়। প্রাণবন্ত পরিবেশ ও নানা স্বাদের খাবারের গন্ধে ভরপুর থাকে এই বাজার।
পাইক প্লেস মার্কেট, সিয়াটল, যুক্তরাষ্ট্র১৯০৭ সালে প্রতিষ্ঠিত এই বাজার আজও সক্রিয়। স্থানীয় কৃষকদের সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সুযোগ দেওয়ার লক্ষ্যেই এর সূচনা। সবচেয়ে জনপ্রিয় ‘উড়ন্ত মাছ’ প্রদর্শনী—যেখানে বিক্রেতারা মাছ ছুড়ে দিয়ে বিক্রি করেন। এখানে মাছ, ফল-সবজি, ফুল, হস্তশিল্প ও খাবারের সমাহার রয়েছে।
প্রাচীন এসব বাজার কেবল লেনদেনের স্থান নয়, বরং প্রতিটি শহরের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রতিফলন। এগুলো যেন একেকটি জীবন্ত জাদুঘর, যেখানে অতীত ও বর্তমানের মিলন ঘটে প্রতিদিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ