ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

অ্যান্টনিকে ঘিরে নতুন ধাঁধা: বেটিস-ম্যানইউর মধ্যে জটিল সমীকরণ

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ২৮ ১৪:৩৫:৪৫
অ্যান্টনিকে ঘিরে নতুন ধাঁধা: বেটিস-ম্যানইউর মধ্যে জটিল সমীকরণ

রিয়াল (Real) বেটিস (Betis), ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনি (Antony) তিন পক্ষই কাজ করছে এক নতুন ধরনের মালিকানা কাঠামোর সম্ভাবনা নিয়ে। তবে এই প্রক্রিয়ায় এখনো বেশ কিছু জটিল বিষয় খোলা রয়ে গেছে, যা চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

স্প্যানিশ দৈনিক অ্যান্টনির ধাঁধার শেষ টুকরো শিরোনামে জানায়, আলোচনার মূল বিষয় হলো এক ধরনের যৌথ মালিকানা, যেখানে তিন পক্ষেরই অংশগ্রহণ থাকবে। কিন্তু আর্থিক শর্ত, ভবিষ্যতে খেলোয়াড়ের অধিকার এবং সম্ভাব্য স্থানান্তর বাজারে সুযোগ এসব নিয়ে মতপার্থক্য রয়ে গেছে।

এমন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যান্টনি একটি রহস্যজনক বার্তা দিয়েছেন:

ধৈর্য্যই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। এটিকে অনেকে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন।

এখন প্রশ্ন হচ্ছে, তিন পক্ষের এই অমীমাংসিত জট কবে কাটবে এবং শেষ পর্যন্ত অ্যান্টনির ভবিষ্যৎ কোন পথে যাবে বেটিসের নতুন যাত্রা নাকি ইউনাইটেডেই থেকে যাওয়া।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত