ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

১৯ বলে ফিফটি অগাস্টের

সেন্ট লুসিয়া কিংস বনাম গায়ানা ওয়ারিয়র্স ম্যাচের ফলাফল

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ২৭ ১৫:৫৩:৫৮
সেন্ট লুসিয়া কিংস বনাম গায়ানা ওয়ারিয়র্স ম্যাচের ফলাফল

টানা দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অবশেষে জয় দিয়ে মাঠে ফিরেছে সেন্ট লুসিয়া কিংস। জমজমাট লড়াইয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ১৮.১ ওভারে হারিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নিল তারা। এ জয়ে আবারও পয়েন্ট টেবিলে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা।

অগাস্টের বিধ্বংসী ইনিংস

কিংসের জয়ের নায়ক অগাস্ট। তিন নম্বরে নেমে তিনি খেলেন ঝলমলে এক ইনিংস। নিখুঁত টাইমিং, দুর্দান্ত শট সিলেকশন আর আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে ফিফটি হাঁকান তিনি, যা এবারের আসরে সবচেয়ে দ্রুততম। তার ব্যাটে কিংস পাওয়ারপ্লেতেই তুলে নেয় ৮৬ রান। সাইফার্টও শুরুতে তাকে ভালো সঙ্গ দেন। দর্শকেরাও রাতজুড়ে নেচে গেয়েছেন অগাস্টের নাম ধরে।

অগাস্ট ম্যাচ শেষে বলেন,খুব ভালো লাগছে। সুযোগ দেওয়ার জন্য সৃষ্টিকর্তা, কোচ ও সতীর্থদের ধন্যবাদ। আজ মাঠে নেমে প্রভাব রাখতে চেয়েছিলাম। যতটা সম্ভব স্বাধীনভাবে খেলেছি এবং উপভোগ করেছি। পরিবারও স্টেডিয়ামে ছিল, এটা আমার জন্য বিশেষ মুহূর্ত।

অধিনায়কদের প্রতিক্রিয়া

কিংসের অধিনায়ক ডেভিড উইসে ম্যাচ শেষে জানান,আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিজেদের করে নিয়েছি। অগাস্ট দুর্দান্ত ইনিংস খেলেছে। সাইফার্ট ভালো শুরু এনে দিয়েছিল। বোলিংও শুরুতে পরিকল্পনা অনুযায়ী এগিয়েছিল, তবে শেপার্ড অসাধারণ ব্যাট করেছে। সামনে আরও ভালো পরিকল্পনা করে নামব। অগাস্টের দায়িত্বশীল ইনিংসটাই আমাদের জয়ের পথ সহজ করেছে।

অন্যদিকে ওয়ারিয়র্স অধিনায়ক ইমরান তাহির বলেন,শুরুতে দ্রুত উইকেট হারানো আমাদের ক্ষতি করেছে। শেপার্ড দারুণ ইনিংস খেলেছে। কিংসকে অভিনন্দন জানাতেই হয়। যদি আমরা উইকেট না হারাতাম, ২৪০-এর মতো রান সম্ভব ছিল। বাতাসের দিক কাজে লাগাতে পারিনি, ক্যাচও মিস হয়েছে। তবে কিংস অসাধারণ খেলেছে।

ম্যাচের সমাপ্তি

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সেন্ট লুসিয়া কিংস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান তোলে গায়ানা। জবাবে মাত্র ১৮.১ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কিংস।মাঝে কয়েকটি উইকেট হারালেও শেষদিকে উইসের চারেই জয় নিশ্চিত করে সেন্ট লুসিয়া কিংস।

আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিনিদাদ পর্ব, যেখানে স্বাগতিক ফ্যালকনস মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দলটির। ম্যাচটি নিয়েও ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা বিরাজ করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত