ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে 

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ২৬ ১৬:৩২:৪৯
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে 

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে থাকা ঢাকার সাতটি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নিজেদের পছন্দের বিষয় ও কলেজ নির্বাচন করতে পারবেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে (https://dcuadmission.org/) তাদের ফলাফল দেখতে পারবেন। তবে কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফলে কোনো ধরনের ভুল বা অসংগতি পরিলক্ষিত হলে তা সংশোধন করার অথবা সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

বিশ্ববিদ্যালয় সূত্র অনুসারে, এ বছর ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কাঠামো ও পাশ নম্বর: তিন ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। পাশ নম্বর নির্ধারিত হয়েছে ৪০। তবে বাংলা বা ইংরেজি বিষয়ে অন্তত ১০ নম্বর পেতে হবে।

বিজ্ঞান ইউনিটে এইচএসসি পাঠ্যসূচি থেকে পদার্থ, রসায়নসহ চার বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ের জন্য ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বর। এখানেও ন্যূনতম ৪০ নম্বর না পেলে কেউ ভর্তি হতে পারবেন না। ব্যবসায় শিক্ষা ইউনিটেও এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বর থাকবে।

মেধাক্রম ও ভর্তির নিয়ম:ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর। এরমধ্যে এসএসসি থেকে ১০, এইচএসসি থেকে ১০ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ হবে। কলেজ ও বিষয় পছন্দ অনলাইনে দিতে হবে। ২০ অক্টোবর বিষয় বরাদ্দ প্রকাশ করা হবে। ২৫ অক্টোবর ভর্তি শেষ হবে এবং ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকা কলেজে শুধুমাত্র ছাত্র এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শুধুমাত্র ছাত্রীরা ভর্তি হতে পারবে। বাকি চারটি সরকারি কলেজে (সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজ) ছাত্র-ছাত্রী উভয়েই ভর্তির সুযোগ পাবে। এছাড়া, মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও তৃতীয় লিঙ্গের কোটার শিক্ষার্থীদের ভর্তির জন্য ন্যূনতম পাস নম্বর অর্জন করতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত