ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
অধ্যাদেশ জারি করে অর্ধশত পণ্যের ভ্যাট বাড়াল সরকার

ডুয়া নিউজ: আগামী অর্থবছর শুরু হতে এখনও প্রায় ৬ মাস বাকি, তবে তার আগেই রাষ্ট্রপতির আদেশে অধ্যাদেশ জারি করে প্রায় অর্ধশত পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ করা হয়েছে।
বর্তমানে যে সকল খাতে ৫ থেকে ১০ শতাংশ হারে ভ্যাট ধার্য করা ছিল, সেখানে এই বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) অধ্যাদেশটি জারি করা হয়। এর আগে, ভ্যাট বৃদ্ধির উদ্দেশ্যে কিছু সংশোধনী এনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ–২০২৫-এর খসড়া সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ভারতের ১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছিল।
নতুন এই অধ্যাদেশের ফলে রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে, যেখানে আগে এসি রেস্তোরাঁর জন্য ৫ শতাংশ এবং নন-এসি হোটেল সেবার জন্য সাড়ে ৭ শতাংশ ভ্যাট ধার্য ছিল। এখন থেকে এই খাতগুলোর ভ্যাটও ১৫ শতাংশ করা হয়েছে।
এছাড়া, তৈরি পোশাকের আউটলেট এবং বিভিন্ন খাদ্যপণ্য যেমন মিষ্টির জন্যও ভ্যাট হার বৃদ্ধি করে ১৫ শতাংশ করা হয়েছে। অন্যান্য উৎপাদন খাতে, যেমন বিস্কুট, আচার, ট্রান্সফরমার, টিস্যু পেপার ইত্যাদির মূল্যেও ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্সের কার্ড বানানোর সময়ও ১৫ শতাংশ ভ্যাট আরোপিত হবে।
বর্তমানে ৫০ লাখ থেকে ৩ কোটি টাকার বার্ষিক ব্যবসায় ভ্যাট হার ৪ শতাংশ ছিল। নতুন প্রস্তাব অনুযায়ী, ৫০ লাখ টাকার বার্ষিক টার্নওভার অতিক্রম করা ব্যবসার ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।
এছাড়া, ৫০ লাখ টাকার নিচে টার্নওভারের ব্যবসাগুলোর জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক ছিল না, যা এখন কমিয়ে ৩০ লাখ টাকার করা হয়েছে। ফলে, ৩০ লাখ টাকার বেশি টার্নওভার থাকা ব্যবসায়ীরা এখন থেকে ভ্যাট নিবন্ধন করতে বাধ্য হবে।
এভাবে নতুন ভ্যাট কার্যকর হওয়ার ফলে পণ্য ও সেবার দাম বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়াবে। বিশেষ করে গরিব এবং মধ্যম আয়ের মানুষের ওপর পরোক্ষ করের বোঝা সমানভাবে পড়বে, যার ফলে দেশে আয়বৈষম্য আরও বৃদ্ধি পাবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, ‘সরকার কর-জিডিপির অনুপাত বাড়ানোর জন্য কঠিন পথে না গিয়ে সহজ পথ বেছে নিয়েছে। পরোক্ষ কর সকলের জন্য সমান হলেও এর খোঁচা গরিবদের ওপর বেশি পড়ে, যা নিজেদের মধ্যে অসমতা আরও বাড়াবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ