ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ভারতীয় পেঁয়াজের সংকট, বাজারে অস্থিরতা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৫ ১৮:০১:১৪
ভারতীয় পেঁয়াজের সংকট, বাজারে অস্থিরতা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছিল গত ১৭ আগস্ট। এতে বাজারে কিছুটা স্বস্তি এলেও মাত্র দুই দিন পর, ১৯ আগস্ট থেকে নতুন করে আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া বন্ধ করে দেয় সরকার।

এর ফলে বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। সরবরাহ কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা।

সোমবার (২৫ আগস্ট) হিলি স্থলবন্দর ও আশপাশের বাজার ঘুরে দেখা গেছে, অল্প কয়েকটি ট্রাকে ভারতীয় পেঁয়াজ বন্দরে প্রবেশ করছে। তবে তা বাজারের তুলনামূলক চাহিদার চেয়ে অনেকটাই অপ্রতুল, ফলে দাম দ্রুত ঊর্ধ্বমুখী।

বর্তমানে ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫ টাকায়, যা আগে ছিল ৪৫–৫০ টাকা। নাসিক জাতের দাম ৫৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকায়। অন্যদিকে দেশি পেঁয়াজ মানভেদে কেজিপ্রতি ৬৫ টাকা থেকে বেড়ে ৭৫–৮০ টাকায় পৌঁছেছে।

পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাকিল জানান, আমদানি শুরু হওয়ায় বাজার কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু নতুন আইপি বন্ধ হয়ে যাওয়ায় আবার দাম বেড়ে গেছে। এতে ক্রেতারা যেমন সমস্যায় পড়ছেন, আমরাও বেচাকেনায় বিপাকে আছি।

পেঁয়াজ আমদানিকারক নুর ইসলাম বলেন, সরকার হঠাৎ করে নতুন আইপি বন্ধ করায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সীমিতসংখ্যক ট্রাকে পেঁয়াজ আসলেও তা দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব নয়। তাই দাম বাড়ছে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, এ স্থলবন্দর দিয়ে এখন পর্যন্ত ৭০টি ট্রাকে প্রায় ২ হাজার ৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত