ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বিএনপি নেতার বিতর্কিত মন্তব্যে শোকজ জারি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৪ ২০:০৮:০৯
বিএনপি নেতার বিতর্কিত মন্তব্যে শোকজ জারি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে যথাযথ কারণ দেখিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি বিএনপির মিডিয়া সেল বাংলানিউজকে নিশ্চিত করেছে।

এর আগে এক টেলিভিশন টকশোতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গত বছরের ৫ আগস্টের ঘটনাকে শেখ হাসিনার পতনের জন্য দায়ী করেন জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোর ওপর। তার মতে, এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী হলো কালো শক্তি জামায়াত।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রশিবির বহুদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে। তার ভাষায়, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম জামায়াতে ইসলামী, আর তাদের অগ্রবর্তী সংগঠন ইসলামি ছাত্রশিবির। সারজিস আলমরা এই ঘটনার নাটক করছে। আমি তাদের নেতা বলতে চাই না, তারা কেবল অভিনেতা।

তিনি আরও উল্লেখ করেন, আলবদর-আল শামস ও জামায়াত অতীতের পরাজয়ের গ্লানি ভুলে যায়নি বরং সেই গ্লানি এখন দ্বিগুণ শক্তি হয়ে ফিরে এসেছে। তার দাবি, জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে টিকে আছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত