ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
অবশেষে ভারত আসছে মেসির দল আর্জেন্টিনা
দীর্ঘদিনের গুঞ্জন, অনিশ্চয়তা আর আইনি লড়াইয়ের টানাপোড়েন শেষে অবশেষে ভারত সফরে আসতে রাজি হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। এই সফরের জন্য ভারতকে গুনতে হচ্ছে প্রায় ১৩০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮১ কোটি টাকার সমান।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শুক্রবার এক ঘোষণায় নিশ্চিত করেছে যে, নভেম্বরের ফিফা উইন্ডোতে তারা দুটি ম্যাচ খেলবে। এর মধ্যে একটি হবে ভারতের কেরালায় এবং অন্যটি অ্যাঙ্গোলার লুয়ান্ডায়। তবে কেরালায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এর আগে ২০১১ সালে আর্জেন্টিনা ভারতে খেলেছিল। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল তারা।
মূলত এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ নিয়েই জটিলতা তৈরি হয়েছিল, যা পুরো সফরটিকেই অনিশ্চয়তার মুখে ফেলে দেয়। তবে সব শঙ্কার মেঘ কেটে যাওয়ায় এখন চূড়ান্ত ঘোষণা এসেছে।
এই সফরের আলোচনার সূত্রপাত হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের সময়। সে সময় উপমহাদেশ, বিশেষ করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আর্জেন্টিনার প্রতি বিপুল সমর্থন দেখা যায়। আর্জেন্টিনা জাতীয় দল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছিল, "ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ কেরালা, ভারত, ধন্যবাদ পাকিস্তান... আপনাদের সমর্থন ছিল অসাধারণ।"
এর পরপরই কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান আর্জেন্টিনা দলকে কেরালায় খেলার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। কেরালা সরকার স্পন্সরের জন্য ব্রডকাস্টিং কোম্পানি 'রিপোর্টার'-এর সঙ্গে চুক্তি করে। তারাই এএফএ-র সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত করে।
তবে সম্প্রতি এএফএ-র পক্ষ থেকে কেরালা সরকারের বিরুদ্ধে চুক্তির শর্ত ভাঙার অভিযোগ আনা হলে সফরটি ঝুলে যায়। এরপর গত ৫ আগস্ট 'রিপোর্টার' ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, এএফএ-র সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হয়েছে এবং গত ৬ জুন সম্পূর্ণ ১৩০ কোটি রুপি পরিশোধ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর্জেন্টিনা এই বছরের মধ্যে খেলতে না এলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পরেই এএফএ-র পক্ষ থেকে সফরের চূড়ান্ত নিশ্চয়তা দেওয়া হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ