ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
দেশের আর্থিক খাত মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে: গভর্নর
.jpg)
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মন্তব্য করে বলেছেন দেশের আর্থিক খাত মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সরকার আর্থিক খাতকে উন্নত করতে নানা উদ্যোগ নিচ্ছে। প্রথমত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে। দাম স্থিতিশীল না হলে কিছুই সম্ভব নয়। দ্বিতীয়ত, আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে, যা বর্তমানে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে আছে।
বুধবার (২০ আগস্ট) রাজধানীর এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আমরা সবাই জানি, দেশের উন্নয়নের অবস্থা এবং ব্যাংকিং খাতের নাজুক পরিস্থিতি। একে স্থিতিশীল করতে আমাদের একটি পরিকল্পনা আছে, যা ধাপে ধাপে বাস্তবায়নে তিন থেকে চার বছর সময় লাগবে। তবে এটা করা সম্ভব এবং আমরা তা করবই।
আহসান এইচ মনসুরের মতে, তৃতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো নতুন উদ্ভাবন এবং আর্থিক শিক্ষার প্রসার। তিনি জানান, এ খাতে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত বছর গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আ’লীগ সরকারের সময় আর্থিক খাতের দুর্দশা ক্রমশ সামনে আসে। সেই সময় একের পর এক অনিয়ম, জালিয়াতি ও প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে অর্থ বিদেশে পাচারের তথ্য কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশ পায়। তথ্যগুলো প্রকাশ পাওয়ার পর গ্রাহকরা আতঙ্কিত হয়ে টাকা তুলতে ছুটে যান, ফলে কিছু ব্যাংকের দুর্বলতা সামনে আসে।
আ’লীগ সরকারের পতনের আগে থেকেই দেশের অর্থনীতি সংকটাপন্ন ছিল। ২০২৪ সালের জুনে নতুন বাজেট প্রণয়নের সময়ও অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ ভালো ছিল না। এরপর জুলাই-অগাস্টে আন্দোলন, অস্থিরতা এবং আইনশৃঙ্খলার অবনতি ব্যবসায়ীদের মধ্যে আস্থা ও স্থিতিশীলতার সংকট তৈরি করেছে, যা অন্তর্বর্তী সরকারের এক বছরের ব্যবস্থাপনার মধ্যেও পুরোপুরি সমাধান হয়নি।
গভর্নর মনে করেন, জিডিপিতে বিদেশি সহায়তার অংশ কমে যাওয়ায় বাংলাদেশকে নিজস্ব অর্থসংস্থান সক্ষমতা বাড়াতে হবে।
আহসান এইচ মনসুর জানান, বর্তমানে রাজস্ব আদায় পর্যাপ্ত নয় এবং বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যেও রাজস্ব বাড়ানো এবং আয় বৃদ্ধির ওপর আরও মনোযোগ দেওয়া দরকার। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ভারত যদি জিডিপির ১৮–২০ শতাংশ এবং নেপাল ২০ শতাংশের বেশি রাজস্ব তুলতে পারে, আমরা কেন পিছিয়ে থাকব?
কেয়ার বাংলাদেশ আয়োজিত দ্য নেক্সট ফ্রন্টিয়ার ড্রাইভিং ডেভেলপমেন্ট উইথ মার্কেটস, ক্যাপিটাল অ্যান্ড ইনোভেশন শীর্ষক অনুষ্ঠানে গভর্নর বলেন, বিদেশি অর্থায়ন শুধুমাত্র প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) মধ্যেই সীমাবদ্ধ নয় বেসরকারি খাতেও বিদেশি অর্থায়নের বড় সুযোগ রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের পুঁজিবাজারকে কাজে লাগানোর বিশাল সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি