ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ইতিহাস গড়তে মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনি মডেল নাহিন
ফিলিস্তিনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে মিস ইউনিভার্সের মঞ্চে। প্রথমবারের মতো দেশটির একজন প্রতিযোগী এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। পথচলার এই ঐতিহাসিক মুহূর্তের নায়ক হচ্ছেন খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। তিনি ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করবেন।
২৭ বছর বয়সী নাহিন ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি মানবিক কর্মকাণ্ডের জন্যও পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ও কর্মকাণ্ডে ফিলিস্তিনি জনগণের দুর্দশা এবং লড়াই করার অদম্য মানসিকতা প্রতিফলিত হয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি তাদের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে চায় না। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি বিশ্ববাসীর দেখা উচিত।”
গাজায় চলমান যুদ্ধ এবং ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনের এই অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।
বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে। ইতোমধ্যে ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এমন প্রেক্ষাপটে নাহিন আইয়ুবের মিস ইউনিভার্সে অংশগ্রহণ ফিলিস্তিনের জন্য আশার আলো হিসেবে দেখা হচ্ছে।
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। আয়োজক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাহিন আইয়ুবকে স্বাগত জানাতে প্রস্তুত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন