ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
ইতিহাস গড়তে মিস ইউনিভার্সের মঞ্চে ফিলিস্তিনি মডেল নাহিন

ফিলিস্তিনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে মিস ইউনিভার্সের মঞ্চে। প্রথমবারের মতো দেশটির একজন প্রতিযোগী এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। পথচলার এই ঐতিহাসিক মুহূর্তের নায়ক হচ্ছেন খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। তিনি ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করবেন।
২৭ বছর বয়সী নাহিন ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি মানবিক কর্মকাণ্ডের জন্যও পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ও কর্মকাণ্ডে ফিলিস্তিনি জনগণের দুর্দশা এবং লড়াই করার অদম্য মানসিকতা প্রতিফলিত হয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি তাদের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে চায় না। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি বিশ্ববাসীর দেখা উচিত।”
গাজায় চলমান যুদ্ধ এবং ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনের এই অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।
বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে। ইতোমধ্যে ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এমন প্রেক্ষাপটে নাহিন আইয়ুবের মিস ইউনিভার্সে অংশগ্রহণ ফিলিস্তিনের জন্য আশার আলো হিসেবে দেখা হচ্ছে।
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। আয়োজক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাহিন আইয়ুবকে স্বাগত জানাতে প্রস্তুত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি