ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

‘ওপেক্স মডেলে’ ৩২ বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ১৯ ২২:২৮:১৩
‘ওপেক্স মডেলে’ ৩২ বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের মধ্যে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 'ওপেক্স মডেল' (অপারেটিং এক্সপেন্ডিচার মডেল) ব্যবহার করে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোকে কোনো প্রাথমিক বিনিয়োগ করতে হবে না। পর্যায়ক্রমে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে এই কার্যক্রমের আওতায় আনা হবে।

এই লক্ষ্যে মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই চুক্তি সই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং ডিআইইউয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, "পরিবেশ রক্ষায় ক্লিন এনার্জি এবং জ্বালানি খাতে ব্যয় সাশ্রয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানো প্রয়োজন।" তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাদে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা গেলে বিদ্যুৎ খাতে খরচ যেমন বাঁচবে, তেমনি দেশ সবুজ শক্তির (গ্রিন এনার্জি) দিকে এগিয়ে যাবে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

চুক্তি অনুযায়ী, ডিআইইউ এই প্রকল্পের জন্য কারিগরি মূল্যায়ন, সাইট সার্ভে এবং সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করবে তারা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবির বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডেও সরবরাহ করা সম্ভব হবে। তিনি জানান, ওপেক্স মডেলে বিনিয়োগের জন্য ইতোমধ্যে ১৩টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম এবং ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত