ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

বাণিজ্য শুল্কের আলোচনার নামে নোবেল পুরস্কারের খোঁজ নিলেন ট্রাম্প

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ১৪ ২১:০৭:৫৭
বাণিজ্য শুল্কের আলোচনার নামে নোবেল পুরস্কারের খোঁজ নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গের সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য ফোন করেছিলেন, তবে সেই আলোচনার আড়ালে তিনি নোবেল শান্তি পুরস্কার নিয়েও প্রশ্ন তুলেছিলেন। নরওয়ের বাণিজ্য বিষয়ক দৈনিক 'ডাগেন্স নেয়ারিংসলিভ' বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে, যা মার্কিন প্রেসিডেন্টের নোবেল পুরস্কারের প্রতি তার আকাঙ্ক্ষার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ যখন অসলোর রাস্তায় হাঁটছিলেন, তখন আকস্মিকভাবে তাকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, "তিনি নোবেল পুরস্কার এবং শুল্ক নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন।"

এই প্রথম নয় যে ট্রাম্প নরওয়ের সাবেক এই প্রধানমন্ত্রী এবং ন্যাটো জোটের সাবেক মহাসচিবের সঙ্গে নোবেল পুরস্কার নিয়ে কথা বলেছেন। এর আগেও তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছিল বলে পত্রিকাটি জানিয়েছে।

যদিও হোয়াইট হাউস, নরওয়ের অর্থ মন্ত্রণালয় এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি, তবে স্টলটেনবার্গ নিজে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোরের সঙ্গে বৈঠকের আগে বাণিজ্য শুল্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ফোন করেছিলেন। তবে ট্রাম্প নোবেল পুরস্কারকে আলোচনার বিষয়বস্তু করেছিলেন কি না, এই প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বিস্তারিত বলতে রাজি হননি। তিনি বলেন, "আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথোপকথনের বিষয়বস্তু নিয়ে বেশি কিছু বলতে পারবো না।" এই ফোনালাপে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউসের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিভিন্ন পক্ষের মধ্যে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ইসরায়েল, পাকিস্তান এবং কম্বোডিয়ার মতো দেশগুলো ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন যে, তিনি তার চারজন পূর্বসূরীর মতো এই সম্মানজনক পুরস্কারের যোগ্য।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য প্রতি বছর শত শত প্রার্থীকে মনোনীত করা হয়। সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী, নরওয়ের সংসদ দ্বারা নিযুক্ত পাঁচ সদস্যের একটি কমিটি বিজয়ী নির্বাচন করে এবং প্রতি বছর অক্টোবরে অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

এদিকে, গত ৩১ জুলাই হোয়াইট হাউস নরওয়ের আমদানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর আরোপিত শুল্কের সমান। বুধবার স্টলটেনবার্গ জানিয়েছেন, এই আরোপিত শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নরওয়ের আলোচনা এখনও চলছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত