ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানের কাছে বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ১৪ ১৯:৩৩:০৮
পাকিস্তানের কাছে বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের

দারুণ শুরুর পরও মাঝপথে খেই হারিয়ে বড় পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ 'এ' দল। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনসের কাছে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

পাকিস্তান শাহীনসের দেওয়া ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। সাইফ হাসান ও জিসান আলমের ব্যাটে ভর করে পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেটে ৭৪ রান তোলে দল। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে জিসান আলম ১৭ বলে ৩৩ রান করে আউট হন। আরেক প্রান্তে সাইফ হাসান ৩২ বলে ৫৭ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন। তবে তিনি ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক নুরুল হাসান সোহান ১৬ বলে ২২ রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে মাত্র ১৪৮ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ 'এ' দল।

পাকিস্তানের হয়ে চৌধুরী সাদ মাসুদ এবং ফয়সাল আকরাম তিনটি করে উইকেট নেন।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানদের তাণ্ডবে দিশেহারা ছিল বাংলাদেশের বোলাররা। দুই ওপেনার খাজা নাফে (৩১ বলে ৬১) ও ইয়াসির খান (৪০ বলে ৬২) মিলে ১১৮ রানের দুর্দান্ত এক উদ্বোধনী জুটি গড়েন। শেষদিকে আব্দুল সামাদের ২৭ বলে অপরাজিত ৫৬ রানের বিধ্বংসী ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২২৭ রানের পাহাড় গড়ে পাকিস্তান শাহীনস।

এই পরাজয়ের মধ্য দিয়ে সিরিজ হার দিয়ে শুরু করল বাংলাদেশ 'এ' দল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত