ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
শেষ হচ্ছে রোহিত-কোহলি যুগ?
.jpg)
টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পরিকল্পনায় এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের জায়গা অনিশ্চিত। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে, চলতি বছরেই হয়তো ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা আসতে পারে এই দুই কিংবদন্তির পক্ষ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম 'দৈনিক জাগরণ'-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বিসিসিআই নির্বাচকরা ২০২৭ বিশ্বকাপের জন্য এখন থেকেই দল গোছানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন এবং সেই পরিকল্পনায় রোহিত বা কোহলি নেই। বোর্ডের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, "বিরাট কোহলি এবং রোহিত শর্মা আমাদের ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনার সঙ্গে খাপ খাচ্ছেন না।"
রিপোর্ট অনুযায়ী, এই দুই তারকা ক্রিকেটার ইংল্যান্ড সফরে খেলার ইচ্ছা প্রকাশ করলেও নির্বাচকরা তাঁদের দলে না রাখার ইঙ্গিত দিয়েছিলেন। এই বার্তার পরেই তাঁরা টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে।
বিসিসিআই-এর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, যদি রোহিত এবং কোহলি ২০২৭ বিশ্বকাপ খেলতে চান, তাহলে তাঁদের ঘরোয়া একদিনের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে অংশ নিয়ে নিজেদের ফর্ম ও ফিটনেস প্রমাণ করতে হবে। নির্বাচকরা চান, বিশ্বকাপের সম্ভাব্য সব ক্রিকেটারই যেন ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকেন। এই শর্ত পূরণ না করলে, অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজই তাঁদের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ সিরিজ হতে পারে।
উল্লেখ্য যে, ২০২৭ বিশ্বকাপের সময়ে রোহিতের বয়স হবে প্রায় ৪০ এবং কোহলির ৩৮। এই বয়সে তাঁদের দলে রাখা হবে কিনা, তা নিয়ে বোর্ড এখনই কোনো নিশ্চয়তা দিতে নারাজ। বোর্ড ভবিষ্যতের কথা ভেবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।
যদিও বিরাট কোহলি ও রোহিত শর্মা অসিয়ালভাবে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো কিছু জানাননি, তবে বোর্ডের এই কঠোর পরিস্থিতি এবং ঘরোয়া ক্রিকেট খেলার শর্ত তাঁদের ওয়ানডে কেরিয়ারের ওপর একটি বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। ভক্তদের এখন এটাই দেখার, এই দুই মহাতারকা ঘরোয়া ক্রিকেটে ফিরে এসে বিশ্বকাপের জন্য লড়াই চালিয়ে যাবেন, নাকি অস্ট্রেলিয়ার মাটিতেই তাঁদের বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন