ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

নিলামে ইতিহাস: রুট-স্টোকস, বুমরাদের ছাড়িয়ে গেল গিলের জার্সি

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ০৯ ১৮:০৬:০৬
নিলামে ইতিহাস: রুট-স্টোকস, বুমরাদের ছাড়িয়ে গেল গিলের জার্সি

ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছিলেন শুভমান গিল। এবার মাঠের বাইরেও গড়লেন নতুন নজির। ইংল্যান্ডের তারকা জো রুট, বেন স্টোকস এমনকি সতীর্থ জাসপ্রিত বুমরা ও রবীন্দ্র জাদেজাকেও পেছনে ফেলে তার স্বাক্ষরিত টেস্ট জার্সি চ্যারিটি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৭৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন গিল। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই তিনি দুর্দান্ত পারফর্ম করেন। এজবাস্টনে এক ম্যাচে দ্বিশতক ও শতক হাঁকিয়ে দলকে সিরিজে সমতায় ফেরান। তার অনবদ্য ব্যাটিংয়ে ভর করেই ভারত ২-২ ব্যবধানে সিরিজ ড্র করতে সক্ষম হয়, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

মাঠের এই পারফরম্যান্সের ছাপ পড়ল নিলামেও। লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের পর খেলোয়াড়দের ব্যবহৃত জার্সিগুলো #RedforRuth চ্যারিটির জন্য নিলামে তোলা হয়। সেখানে শুভমান গিলের জার্সিটি সর্বোচ্চ ৪,৬০০ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার টাকা) বিক্রি হয়েছে।

নিলামে কে কত পেলেন?

গিলের জার্সির পর দ্বিতীয় সর্বোচ্চ ৪,২০০ পাউন্ডে (প্রায় ৬.০৭ লাখ টাকা) বিক্রি হয়েছে রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরার জার্সি। এরপর রয়েছেন:

কেএল রাহুল: ৪,০০০ পাউন্ড (প্রায় ৫.৭৮ লাখ টাকা)

ঋষভ পন্থ: ৩,৪০০ পাউন্ড (প্রায় ৪.৯১ লাখ টাকা)

নিলামে ভারতীয়দের দাপটের সামনে পিছিয়ে ছিলেন স্বাগতিক ইংল্যান্ডের তারকারা। ইংলিশ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছে জো রুটের জার্সি, যা বিক্রি হয়েছে ৩,৮০০ পাউন্ডে (প্রায় ৫.৫৪ লাখ টাকা)। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের জার্সির দাম ওঠে মাত্র ৩,৪০০ পাউন্ড (প্রায় ৪.৯১ লাখ টাকা), যা ঋষভ পন্থের সমান।

এই জার্সিগুলো সেই ঐতিহাসিক লর্ডস টেস্টের, যেখানে ভারত জয়ের খুব কাছে এসেও মোহাম্মদ সিরাজের শেষ মুহূর্তে বিচিত্র আউটের কারণে ২২ রানে হেরে যায়। এই জার্সিগুলো এখন শুধু একটি স্মারক নয়, বরং সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা একটি টেস্ট সিরিজের উত্তেজনা, লড়াই এবং ইতিহাসের সাক্ষী।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত