ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

ঢাবি ছাত্রদলের নতুন কমিটির ৬ নেতাকে অব্যাহতি

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ০৯ ০৯:৩৬:২৬
ঢাবি ছাত্রদলের নতুন কমিটির ৬ নেতাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর তথ্য গোপনের অভিযোগে সংগঠনের ৬ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির একই রাতেই এ অব্যাহতি অনুমোদন করেন।

এর আগে শুক্রবার সকাল ১১টায় ৫৯৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই ছয় নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ হল কমিটি ঘোষণা করা হয়। পরে তদন্তে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হলে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কমিটিতে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল রাকিবুল হাসান সৌরভকে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবির জীববিজ্ঞান অনুষদের সহসভাপতি ছিলেন। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা হল ছাত্রলীগের উপগণযোগাযোগ সম্পাদক ছিলেন যদিও তিনি চব্বিশের ১৭ জুলাই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন।

গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হামলায় জড়িয়ে বয়কট হওয়া আহমেদ জাবির মাহাম হাজী মুহম্মদ মুহসীন হলে কার্যনির্বাহী সদস্যের পদ পান।

গত ৩ আগস্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রাজু শেখের খালেদা জিয়াকে নিয়ে করা ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া শহীদুল্লাহ্ হলের যুগ্ম আহ্বায়ক মোছাদ্দেক আলী শান্তর পূর্বে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার একটি ছবিও প্রকাশিত হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত