ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেকর্ড
নারী ফুটবলে নতুন ইতিহাস রচনা করলো বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার পুরস্কার হিসেবে ফিফা র্যাঙ্কিংয়েও ঐতিহাসিক সাফল্য পেয়েছে সাবিনা-কৃষ্ণারা। ফিফার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ নারী ফুটবল দল ২৪ ধাপ এগিয়ে ১০৪তম অবস্থানে উঠে এসেছে। এটি বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কিং এবং এবারের আপডেটে বিশ্বের যেকোনো দেশের চেয়ে সবচেয়ে বড় উন্নতি।
বৃহস্পতিবার ফিফা নতুন নারী র্যাঙ্কিং প্রকাশ করে। যেখানে বাংলাদেশের এই যুগান্তকারী উত্থান ঘটেছে। শুধু র্যাঙ্কিংয়ের ধাপেই নয়, পয়েন্টের হিসাবেও বাংলাদেশ সর্বোচ্চ ৮০.৫১ রেটিং পয়েন্ট অর্জন করেছে। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ফিফা তাদের বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম আলাদাভাবে উল্লেখ করেছে।
এই ঐতিহাসিক অগ্রগতির পেছনে মূল ভূমিকা রেখেছে এশিয়ান কাপ বাছাইপর্বে মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্স। বাছাইপর্বে বাংলাদেশ শক্তিশালী স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে। এই ধারাবাহিক সাফল্যের ফলেই র্যাঙ্কিংয়ে এমন অভাবনীয় উন্নতি ঘটেছে।
এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হওয়ায় বাংলাদেশের সামনে ২০২৭ সালের নারী বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে মেয়েদের এই সাফল্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এদিকে, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও পরিবর্তন এসেছে। ইউরোতে রানার্সআপ হওয়া স্পেন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর দল হিসেবে উঠে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। সেরা দশের অন্য দলগুলোর অবস্থানেও বড় ধরনের রদবদল ঘটেছে।
ফিফা নারী র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ:
স্পেন
যুক্তরাষ্ট্র
সুইডেন
ইংল্যান্ড
জার্মানি
ফ্রান্স
ব্রাজিল
জাপান
কানাডা
উত্তর কোরিয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়