ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সাগরিকার জোড়া গোল, লাওসকে উড়িয়ে দিল বাংলাদেশ

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ০৬ ২১:০০:১২
সাগরিকার জোড়া গোল, লাওসকে উড়িয়ে দিল বাংলাদেশ

নারী ফুটবল দল একের পর এক সাফল্য ছিনিয়ে আনছে নিজ দেশের জন্য । এবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করল পিটার বাটলারের দল।

বুধবার (৬ আগস্ট) লাওসে অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় লাল-সবুজ জার্সিধারীরা। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণে লাওসকে চাপে রাখে তারা।

ম্যাচে জোড়া গোল করেন সাগরিকা, একটি গোল করেন মুনকি। লাওস একটি গোল শোধ দিলেও বাংলাদেশের জয়ে তা কোনো প্রভাব ফেলতে পারেনি।এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আরেকটি বড় মঞ্চে সাফল্যের সূচনা করল বাংলাদেশের মেয়েরা। নারী এশিয়ান কাপে মূল পর্বে জায়গা করে নেওয়ার পর এশিয়ান ফুটবলেও নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে তারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত