ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
যে কারণ পাকিস্তানের সঙ্গে ফের ম্যাচ বয়কট করল ভারত
                                    কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ এবার সরাসরি আছড়ে পড়ল ক্রিকেটের ২২ গজে। ইংল্যান্ডের এজবাস্টনে অনুষ্ঠিতব্য 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস' (WCL) টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। খেলোয়াড়দের আপত্তির মুখে আয়োজকরা আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিল ঘোষণা করেছে।
রোববার এজবাস্টনে এই হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার কারণে পরিস্থিতি পাল্টে যায়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারতীয় ক্রিকেটাররা এই ম্যাচে অংশগ্রহণের জন্য একটি শর্ত দিয়েছিলেন। তাদের দাবি ছিল, শহীদ আফ্রিদি পাকিস্তান দলে থাকলে তারা খেলবেন না। মূলত, সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতের শিখর ধাওয়ান এবং পাকিস্তানের শহীদ আফ্রিদির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বাদানুবাদ হয়। সেই ঘটনার রেশ ধরেই ভারতীয় কিংবদন্তিরা এই কঠোর অবস্থান নেন।
বিষয়টি নিশ্চিত করে সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে লেখেন, "আমি যে পাকিস্তানের বিপক্ষে খেলব না, তা গত ১১ মে জানিয়েছি। সেই অবস্থানেই অনড় রয়েছি এখনও। আমার দেশই আমার কাছে সবকিছু, দেশের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।" ধাওয়ানের পর হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠানরাও পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানান।
খেলোয়াড়দের এমন অবস্থানের পর ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (ডব্লিউসিএল) কর্তৃপক্ষ ম্যাচ বাতিলের ঘোষণা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে তারা জানায়, "আমরা ডব্লিউসিএলে সবসময় ক্রিকেটকে ভালোবাসা ও সম্প্রীতির দৃষ্টিতে দেখি। আমাদের লক্ষ্য থাকে ক্রিকেটভক্তদের ভালো মুহূর্ত উপহার দেওয়া। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে আমরা ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।"
আয়োজকরা আরও বলেন, "আমাদের উদ্দেশ্য ছিল কেবল বিশ্বের ক্রিকেটভক্তদের জন্য কিছু আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করা। কারও অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আশা করি, এই ম্যাচ আয়োজনের পেছনের আমাদের সদিচ্ছা সবাই বুঝতে পারবেন।"
এই ঘটনা আবারও প্রমাণ করল যে, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিছকই একটি খেলা নয়, এর সঙ্গে দুই দেশের আবেগ, রাজনীতি এবং জাতীয়তাবাদ ওতপ্রোতভাবে জড়িত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ