ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মেসি যাদুতে বড় জয় মায়ামির

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ২০ ০৯:৩২:৫৯
মেসি যাদুতে বড় জয় মায়ামির

লিওনেল মেসি যেন অপ্রতিরোধ্য! এক ম্যাচ গোলহীন থাকার পর আবারও স্বরূপে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা। তার জাদুকরী পারফরম্যান্সে ইন্টার মায়ামি নিউইয়র্ক রেড বুলসকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচে মেসি নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি গোল, যা মেজর লিগ সকারের (MLS) ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড।

রোববার (২০ জুলাই) ভোরে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে খেলতে নেমে ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির। ৩০ মিনিটে দান্তে ভ্যানজেইরের গোলে এগিয়ে যায় সফরকারী রেড বুলস। প্রথমার্ধে এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা।

কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল সম্পূর্ণ মেসিময়। মাঠে নেমেই যেন খোলস ছেড়ে বেরিয়ে আসে মায়ামি। ৪৮ মিনিটে বদলি হিসেবে নামা মাতিয়াস রোহাসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা, আর সেই গোলের জোগানদাতা ছিলেন মেসি। এর ঠিক দুই মিনিট পরেই, অর্থাৎ ৫০ মিনিটে, লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন মেসি নিজেই।

এরপর শুরু হয় মেসির অ্যাসিস্টের অবিশ্বাস্য প্রদর্শনী। তিনি একে একে মাতিয়াস রোহাসকে তার দ্বিতীয় গোল এবং দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজকে হ্যাটট্রিক করতে সহায়তা করেন। মেসির অসাধারণ পাসিং এবং সুয়ারেজের নিখুঁত ফিনিশিংয়ে রেড বুলসের রক্ষণভাগ খড়কুটোর মতো উড়ে যায়।

এই ম্যাচে একটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করে মেসি এমএলএসের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোলে অবদান (৬টি) রাখার রেকর্ডও গড়েন। দুর্দান্ত ফর্মে থাকা মেসি চলতি লিগে মাত্র আট ম্যাচ খেলেই ১০টি গোল এবং ১২টি অ্যাসিস্ট করেছেন। এই অবিশ্বাস্য জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান আরও মজবুত করল এবং গত মার্চে রেড বুলসের কাছে ৪-০ গোলে হারের মধুর প্রতিশোধও নিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত