ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

শ্রীলঙ্কা সফর শেষে আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। নিজেদের মাটিতে যাদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এ সিরিজকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস এবং পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা। দুই অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচনের মাধ্যমে সিরিজের উত্তাপ আরও বাড়িয়ে দেয় আয়োজকরা।
সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণে। ওই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করায় পাকিস্তান সিরিজে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। ব্যাটিংয়ে ধারাবাহিকতা, ওপেনারদের রান পাওয়া এবং লিটন দাসের নেতৃত্বে তিন নম্বরে সফল ব্যাটিং পারফরম্যান্স দলকে দিয়েছে বাড়তি শক্তি। বোলাররাও ছিলেন নিজেদের সেরা ছন্দে।
অন্যদিকে পাকিস্তান দল এসেছে অনেক তারকা খেলোয়াড়কে বিশ্রামে রেখে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি, শাদাব খান, হারিস রউফ ও নাসিম শাহসহ একাধিক তারকা নেই এই সফরে। ফলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে এসেছেন দুই পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা যাদের পারফরম্যান্সে বিশেষ নজর থাকবে।
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মোকিম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার