ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ১৯ ১৫:৪৬:০৬
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

শ্রীলঙ্কা সফর শেষে আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। নিজেদের মাটিতে যাদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এ সিরিজকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস এবং পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা। দুই অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচনের মাধ্যমে সিরিজের উত্তাপ আরও বাড়িয়ে দেয় আয়োজকরা।

সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণে। ওই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করায় পাকিস্তান সিরিজে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। ব্যাটিংয়ে ধারাবাহিকতা, ওপেনারদের রান পাওয়া এবং লিটন দাসের নেতৃত্বে তিন নম্বরে সফল ব্যাটিং পারফরম্যান্স দলকে দিয়েছে বাড়তি শক্তি। বোলাররাও ছিলেন নিজেদের সেরা ছন্দে।

অন্যদিকে পাকিস্তান দল এসেছে অনেক তারকা খেলোয়াড়কে বিশ্রামে রেখে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি, শাদাব খান, হারিস রউফ ও নাসিম শাহসহ একাধিক তারকা নেই এই সফরে। ফলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে এসেছেন দুই পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা যাদের পারফরম্যান্সে বিশেষ নজর থাকবে।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শাক মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

পাকিস্তান স্কোয়াড:

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মোকিম।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত